Advertisment

Kambli's wife Andrea: ডিভোর্সের জন্য আবেদন কাম্বলির স্ত্রীর, কন্ডিশন দেখেই পিছু হঠলেন আন্দ্রেয়া

Kambli's wife filed for divorce: আন্দ্রেয়া জানিয়েছেন যে তিনি বিনোদ কাম্বলির সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। কিন্তু, স্বামীকে অসহায় অবস্থায় দেখে আবেদন প্রত্যাহার করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kambli's wife Andrea: বিনোদ কাম্বলি ও তাঁর স্ত্রী আন্দ্রেয়া

Kambli's wife Andrea: বিনোদ কাম্বলি ও তাঁর স্ত্রী আন্দ্রেয়া।(ছবি- ফেসবুক)

Kambli's wife filed for divorce: ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট প্রথমবার তাঁর স্বামীর মদ্যপানের অভ্যাস প্রসঙ্গে মুখ খুললেন। আন্দ্রেয়া জানিয়েছেন, কাম্বলির এই মদ্যপানের সমস্যার জন্য তাঁকে দীর্ঘ লড়াই লড়তে হয়েছে। এক সাক্ষাৎকারে প্রাক্তন মডেল আন্দ্রেয়া জানান, তিনি বিরক্ত হয়ে কাম্বলির সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনও করেছিলেন। কিন্তু স্বামীকে অসহায় অবস্থায় দেখে, সেই আবেদন প্রত্যাহার করেন। কাম্বলি কমপক্ষে ১৪ বার পুনর্বাসন কেন্দ্রে ছিলেন।

Advertisment

নোয়েলা লুইসের সঙ্গে বিচ্ছেদের পর আন্দ্রেয়া হলেন কাম্বলির দ্বিতীয় স্ত্রী। 'তানিষ্ক' বিজ্ঞাপনের বিলবোর্ডে আন্দ্রেয়াকে দেখার পর প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান আন্দ্রেয়ার প্রেমে পড়েন। ২০০৬ সালে তাঁদের বিয়ে হয়। এমাসের শুরুতে, আন্দ্রেয়া তাঁর স্বামীর সঙ্গে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আয়োজিত ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেন। সেখানে তাঁকে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে কাম্বলিকে সাহায্য করতে দেখা যায়। এক সপ্তাহ পরে, ১৯ জানুয়ারি, এই দম্পতি থানে জেলার ভিওয়ান্ডির এক হাসপাতালে কাম্বলির ৫৩তম জন্মদিন উদযাপন করেন। সেখানে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। 

সাংবাদিক সূর্যাংশি পাণ্ডের সঙ্গে পডকাস্টে কথা বলতে গিয়ে আন্দ্রেয়া জানান যে তিনি কাম্বলিকে ছেড়ে যাওয়ার কথা ভেবেছিলেন। এমনকী বিবাহবিচ্ছেদের আবেদনও করেছিলেন। কিন্তু, স্বামীর স্বাস্থ্যের কথা ভেবেই আবেদন প্রত্যাহার করে নেন। এই ব্যাপারে আন্দ্রেয়া বলেন, 'আমি একবার আলাদা হওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু বুঝতে পারি যে যদি ওঁকে ছেড়ে যাই তাহলে ও আরও অসহায় হয়ে পড়বে। ও একটা শিশুর মতো এবং সেটাই আমাকে কষ্ট দেয়। এটা আমাকে চিন্তিত করে তোলে। এই পরিস্থিতিতে কাউকে ছেড়ে যাওয়া সম্ভব না। আমার মনে আছে, কোথাও গেলেও চিন্তা হত- কী খেয়েছে? বিছানায় ঠিকঠাক আছে তো? তারপর আমি খোঁজ নিতাম। আমি অনুভব করতাম, কখন ঠিক ওঁর আমাকে প্রয়োজন।'

১৭ বছর বিবাহিত জীবনের পর, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দাম্পত্যে সমস্যা দেখা দেয়। কাম্বলির বিরুদ্ধে আন্দ্রেয়া পারিবারিক নির্যাতনের অভিযোগ করেন। এক প্রতিবেদন অনুসারে, প্রাক্তন ক্রিকেটার মদ্যপ অবস্থায় আন্দ্রেয়ার দিকে রান্নার পাত্রের হাতল ছুঁড়ে মেরেছিলেন। যার ফলে আন্দ্রেয়ার মাথায় আঘাত লেগেছিল। এই দম্পতির দুই সন্তান- ছেলে যিশু ক্রিশ্চিয়ানো কাম্বলি ও মেয়ে জোহানা। আন্দ্রেয়া বলেন, 'আমার ছেলে পরিস্থিতিটা ভালোভাবে সামলেছে।'

Advertisment

আরও পড়ুন- রানের বন্যা, বিধ্বংসী হবেন অভিষেক-তিলকরা! ভারত-ইংল্যান্ড তৃতীয় টি২০-র আগেই বড় আপডেট

আন্দ্রেয়া স্বীকার করেছেন যে কাম্বলির স্বাস্থ্যগত সমস্যা চলাকালীন দুই সন্তানের যত্ন নেওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে ওঠে। তিনি জানান, সেই সময় তাঁর ছেলে ক্রিশ্চিয়ানো তাঁকে ভীষণ সাহায্য করেছে। আন্দ্রেয়া বলেন, 'আমিই ছিলাম ওঁদের বাবা আর মা। আমার ছেলে ক্রিশ্চিয়ানো খুব সমঝদার। ও সবকিছু বুঝে আমাকে মোটেও বিরক্ত করত না। আমার আবেগ বুঝতে পারত। ও উলটে আমার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ারও চেষ্টা করত। আমাকে উৎসাহ দিত। আর, ওঁর বাবাকেও দেখভাল করত।'

Vinod Kambli Cricket News Indian Cricket Team Divorce Team-India Team India
Advertisment