India vs England, 3rd T20I Niranjan Shah Stadium Pitch Report, Saurashtra Weather Forecast Update: ইডেন গার্ডেনে প্রথম ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে। কিন্তু চেন্নাইয়ে ভারতকে জয়ের জন্য বেশ বেগ পেতে হয়েছে। এই পরিস্থিতিতে তিলক ভার্মা চেন্নাইয়ে ভারতকে এক অনিশ্চিত অবস্থান থেকে জয়ের রাস্তায় ফিরিয়ে এনেছেন। এবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজের ৩য় ম্যাচ। যা জিতলেই ভারতের সিরিজ জয় নিশ্চিত। সেই কারণে জস বাটলারের ইংল্যান্ড সিরিজে টিকে থাকতেই যে কোনও ভাবে হোক রাজকোট ম্যাচ জেতার জন্য ঝাঁপাবে।
সম্ভাব্য ভারতীয় একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রমনদীপ সিং, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।
যে খেলোয়াড়দের দিকে নজর থাকবে: ভারতের ৩ নম্বর খেলোয়াড় তিলক ভার্মা দুর্দান্ত ফর্মে আছেন। শনিবার, তিনি ৫৫ বলে অপরাজিত ৭২ রান করেন। চ্যালেঞ্জিং পজিশন থেকে ভারতকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনেন তিলক। তাঁর ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল, ইংল্যান্ডের এক নম্বর বোলার জোফরা আর্চারকে বেধড়ক মারধর। জোফরার বিরুদ্ধে ৯ বলে তিলক ভার্মা ৩০ রান করেন।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
যে খেলোয়াড়ের দিকে নজর থাকবে: ইংল্যান্ড দলে নজরে থাকবেন অধিনায়ক জোস বাটলার। ৩৪ বছর বয়সি ব্যাটার গত দুই ম্যাচে ৩ নম্বরে ব্যাট করেছেন। তিনিই ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। বাটলার প্রথম ম্যাচে করেছেন ৬৮ রান। দ্বিতীয় ম্যাচে করেছেন ৪৫ রান। ইংল্যান্ড অধিনায়ক তৃতীয় ম্যাচেও দুর্দান্ত ফর্ম বজায় রাখবেন বলেই আশাবাদী তাঁর অনুরাগীরা।
ভারত এবং ইংল্যান্ড স্কোয়াড
ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশকুমার রেড্ডি, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)।
ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ফিল সল্ট (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ এবং মার্ক উড।
টি২০-তে ভারত-ইংল্যান্ড পরিসংখ্যান
মোট ২৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। ভারত জিতেছে ১৫টিতে। ইংল্যান্ড জিতেছে ১১টি ম্যাচে।
পিচ রিপোর্ট
নিরঞ্জন শাহ স্টেডিয়ামের পিচ ব্যাটিং-সহায়ক। বদলানোর চেষ্টা হলেও পিচ প্রায় সেরকমই থাকবে। ফলে, প্রচুর রান উঠবে বলেই আশা করা হচ্ছে। ঐতিহাসিকভাবে, প্রথমে ব্যাট করা দলগুলি এই পিচে সুবিধা পায়। সেই কারণে টস একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে।
আবহাওয়া রিপোর্ট
অ্যাকুওয়েদার (Acuweather) অনুযায়ী, ২৮ জানুয়ারি রাজকোটে আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।
আরও পড়ুন- আশা ভোঁসলের নাতনির সঙ্গে প্রেম! গোপন কাহিনী ফাঁস হতেই মুখ খুললেন সিরাজ
ভারত-ইংল্যান্ড লাইভ স্ট্রিমিং
ভারত-ইংল্যান্ড ৩য় টি২০ ম্যাচ, স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। ম্যাচটি ডিজনি প্লাস হটস্টারে সরাসরি স্ট্রিমিংও করা হবে।