Ind vs NZ, Virat-Anushka: দুর্দান্ত ক্যাচে অকল্পনীয় আউট! পিচে হাঁ বিরাট, গ্যালারিতে কপালে হাত অনুষ্কার, দেখুন!

Virat-Anushka, India vs New Zealand: নিউজিল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত আউটে হতবাক বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা! ম্যাচের সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত ধরা থাকল ক্যামেরায়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli Out and Reaction: কোহলির আউট এবং তা দেখে প্রতিক্রিয়া বিরুষ্কার

Virat Kohli Out and Reaction: কোহলির আউট এবং তা দেখে প্রতিক্রিয়া বিরুষ্কার। Photograph: (ছবি- স্ক্রিনগ্যাব)

Virat-Anushka, India vs New Zealand: টিম ইন্ডিয়ার তখন ৩০ রান। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের অন্যতম ভরসা বিরাট কোহলি তখন ব্যাট করছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডার হিসেবেও দারুণ ফিট বিরাট। সদ্য আউট হয়েছেন দলের অধিনায়ক ওপেনার রোহিত শর্মা। তিনি বেশি রান করতে পারেননি। মাত্র ১৫ রান করে উইকেট হারিয়েছেন রোহিত। তার আগে শুভমান গিল আউট হয়ে গিয়েছেন ব্যক্তিগত মাত্র ২ রানে। ফলে, বড় রান করা দায়িত্ব কাঁধে এসে বসেছিল বিরাট কোহলির। তিনি ধরে খেলা শুরুও করেছিলেন। ১৪ বলে ২টি চার-সহ ১১ রান করেও ফেলেছেন। আরেকটা চার মারার তালে ছিলেন। বেশ ভালো হাঁকিয়েছিলেন ম্যাট হেনরির বলটাকে। 

Advertisment

আচমকা কিন্তু, দেখা গেল- ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা ফিল্ডার গ্লেন ফিলিপস শরীরটা শূন্যে ছুড়ে দিলেন। আর, ক্যাচ তাঁর হাতের তালুতে। ফিলিপ্সের শরীরটা মাটিতে পড়লেও বলটা কিন্তু মাটি ছোঁয়নি। ফিলিপ্সের হাতের তালুর ওপরই রয়ে গিয়েছিল। এই অবিশ্বাস্য ক্যাচের পর নিউজিল্যান্ডের ফিল্ডাররা যখন ফিলিপসের দিকে ছুটে যাচ্ছেন, সেই সময়ও কোহলিকে দেখা গেল কার্যত অবাক বিস্ময়ে চেয়ে থাকতে। যেন বিশ্বাসই করতে পারছিলেন না এই অবিশ্বাস্য ক্যাচ আর নিজের আউটকে।      

 

এই ম্যাচটি ছিল বিরাটের জন্য খুবই স্পেশাল। কারণ, এই ম্যাচেই টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কোহলি কেরিয়ারের ৩০০তম ওয়ানডে ম্যাচ খেললেন। ফলে, এই ম্যাচে তিনি বড়সড় রান করবেন, এমনটাই প্রত্যাশিত ছিল। গ্যালারিতে এই প্রত্যাশার সাফল্যের আশায় এসেছিলেন কোহলির স্ত্রী অনুষ্কাও। তিনিও ভাবতে পারেননি যে তাঁর স্বামী এভাবে অপ্রত্যাশিত কায়দায় আউট হয়ে যেতে পারে পারেন। দেখা গেল, অনুষ্কা এই আউট দেখার পর কপালে হাত দিয়ে মাথা নামিয়ে নিলেন। কোহলি ভক্তদের একাংশের অভিযোগ, অনুষ্কা গ্যালারিতে থাকলে নাকি কোহলি রান পান না। এই কথাটা রবিবারের পর ফের কোহলি ভক্তদের মাথায় চাড়া দিতেই পারে।

Advertisment

আরও পড়ুন- ভারতের ৭ম উইকেটের পতন

দীর্ঘদিন বিরাট কোহলি বড় রানের মধ্যে ছিলেন না। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচেই তিনি ওয়ান ডে ফরম্যাটে বড় রানের মধ্যে ফেরেন। ওই ম্যাচে কেরিয়ারের ৮২তম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার। রবিবার বিরাটের ক্রিকেটের প্রতি ভালোবাসার পঞ্চমুখে প্রশংসা করেছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকরও। কিন্তু, যাবতীয় প্রত্যাশার পারদকে যেন একনিমেষে শুষে নিয়ে চলে গেল ফিলিপসের ওই অবিশ্বাস্য ক্যাচ! 

cricket Champions Trophy Cricket News Indian Cricket Team New Zealand Cricket Team