Advertisment

নার্ভাস ৯০! ১০০ টেস্টের পাশে এসেও কোহলির মত স্বপ্নপূরণ হয়নি একের পর এক তারকার

বিরাট কোহলি শুক্রবার মাইলফলক ১০০তম টেস্টে খেলে ফেললেন। তবে অনেক ক্রিকেটারই একশো টেস্টের কাছাকাছি এসেও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শুক্রবার মোহালিতে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বয়ং বিরাট কোহলি। টেস্টে মাইলফলক ১০০তম ম্যাচে নামলেন তিনি শুক্রবার। ২০১১-য় কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটেছিল। তারপরে দীর্ঘ একদশক ধরে ক্রিকেট বিশ্বে সেরার সেরা হয়ে উঠেছেন। ভেঙে দিয়েছেন অগুনতি রেকর্ড। এবার ল্যান্ডমার্ক ১০০ তম টেস্টে নামলেন মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে।

Advertisment

এর আগে জাতীয় দলের হয়ে ১০০ টেস্ট খেলার কৃতিত্ব ছিল সুনীল গাভাসকার, দিলীপ ভেঙ্গসরকার, সুনীল গাভাসকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মত মহাতারকাদের। তাৎপর্যপূর্ণভাবে বিশেষ দিনে কোহলির হাতে স্পেশ্যাল ক্যাপ তুলে দিলেন রাহুল দ্রাবিড়, যিনি বর্তমানে জাতীয় দলের কোচ।

আরও পড়ুন: কোহলির সংবর্ধনা মঞ্চে অনুষ্কা কেন! বেনজির বিতর্কে দগ্ধ ঐতিহাসিক টেস্ট

যাইহোক, কোহলির মত ১০০ টেস্ট খেলার অপেক্ষায় রয়েছেন ডেভিড ওয়ার্নার (৯২), চেতেশ্বর পূজারাদের (৯৫) মত তারকার। দুজনের ক্রিকেট কেরিয়ার এখনও শেষ না হলেও ক্রিকেট বিশ্বে বহু ক্রিকেটার রয়েছেন, যাঁরা ১০০ টেস্টের আশেপাশে এসেও মাইলফলক ম্যাচ খেলতে পারেননি। তাঁর আগেই অবসরের গন্ডি টেনে দিতে হয়েছে।

৯৩: রণতুঙ্গা, সোবার্স, স্টেইন
নব্বইয়ের দশকের অন্যতম দুই শ্রীলঙ্কান কিংবদন্তি অর্জুন রণতুঙ্গা এবং অরবিন্দ ডিসিলভা দুজনেই ৯৩ টি করে টেস্ট খেলেছেন। ১৯৯৬-এ শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের নায়ক ডিসিলভা ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১৯৮৪-তে অভিষেক ঘটিয়েছিলেন। লঙ্কানদের একমাত্র বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন অর্জুন রণতুঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন আরও বছর দুয়েক আগে, ১৯৮২-এ। এছাড়াও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার গ্যারি সোবার্স এবং দক্ষিণ আফ্রিকান স্পিড মাস্টার ডেল স্টেইনও ৯৩টি করে টেস্ট খেলেছিলেন।

আরও পড়ুন: নিয়ম ভেঙে বারবার নির্বাচক কমিটির বৈঠকে সৌরভ! বিষ্ফোরক অভিযোগে তোলপাড় ভারতীয় ক্রিকেট

৯৬: গিলক্রিস্ট, রডনি মার্শ এবং নাসের হুসেন
নিজের সময়ের অন্যতম সফল উইকেটকিপার ব্যাটসম্যান রডনি মার্শ অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিসবেনে ১৯৭০-এ মার্শ অজি দলের হয়ে আত্মপ্রকাশ করেন। রডনি মার্শের উত্তরসূরি গিলক্রিস্টও সমসংখ্যক ৯৬টি টেস্ট খেলেছেন। ৯৬ টেস্ট খেলার নজির রয়েছে ইংল্যান্ডের বিখ্যাত অধিনায়ক নাসের হুসেনেরও। শততম টেস্ট কেউই খেলে উঠতে পারেননি।

৯৮: কার্টলি এমব্রোজ
নিজের সেরা সময়ে ব্যাটসম্যানদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রবাদপ্রতিম ফাস্ট বোলার কার্টলি এমব্রোজ। ১৯৮৮-এ পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটানোর পরে ৯৮ টেস্টে খেলেছেন। নিয়েছেন ৪০৫ উইকেট। ২০০০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে অবসর নিয়ে নেন। শততম টেস্ট থেকে মাত্র দুটো ম্যাচ দূরেই থেকে গেলেন তিনি।

আরও পড়ুন: মোহনবাগানের জার্সিতে ব্যাটে ঝড় তোলেন কোহলি! বিরাটের বাঙালি কোচ এখনও সুখ-স্মৃতিতে ডুবে

৯৯: মহম্মদ আজাহারউদ্দিন
ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এবং সেই সঙ্গে আলোচিত ব্যাটসম্যান মহম্মদ আজাহারউদ্দিন মাত্র এক টেস্টের জন্য দীর্ঘতম ফরম্যাটে 'সেঞ্চুরি' হাঁকাতে পারেননি। ভারতের একমাত্র ক্যাপ্টেন হিসাবে তিনটে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করার কীর্তি রয়েছে আজাহারের। ৯২ টেস্টে ৬২১৫ রান করা তারকা অভিষেক ঘটিয়েছিলেন ১৯৮৪-র ইডেন গার্ডেন্সে। কেরিয়ারের প্ৰথম এবং শেষ টেস্টে শতরান করার বিরল নজিরও রয়েছে আজহারের দখলে।

Virat Kohli BCCI Indian Cricket Team Indian Team
Advertisment