Virat Kohli 100th test netizen predicts accurate score wicket taker viral social media post Sports: ১০০তম টেস্টে কোহলি কত করবেন, কীভাবে আউট, বোলার কে! অবিশ্বাস্য পূর্বাভাসে তোলপাড় এই ব্যক্তির | Indian Express Bangla

১০০তম টেস্টে কোহলি কত করবেন, কীভাবে আউট, বোলার কে! অবিশ্বাস্য পূর্বাভাসে তোলপাড় এই ব্যক্তির

বিরাট কোহলি নিজের শততম টেস্টে সেঞ্চুরি করবেন, অনেকেই প্রত্যাশা করেছিলেন। তবে সেই আশা আর পূর্ণ হল না মোহালিতে।

১০০তম টেস্টে কোহলি কত করবেন, কীভাবে আউট, বোলার কে! অবিশ্বাস্য পূর্বাভাসে তোলপাড় এই ব্যক্তির

২০১০ ফিফা বিশ্বকাপের সময় প্রতি ম্যাচের নির্ভুল ভবিষ্যৎবাণী করে সাড়া ফেলে দিয়েছিল অক্টোপাস পল। ক্রিকেটার জোফ্রা আর্চারের টুইট ঘিরে বেশ নাড়াচাড়া হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এসব কিছুকে বোধহয় শুক্রবার ছাপিয়ে গেলেন এক নেটিজেন। শততম টেস্টে কোহলি কীভাবে আউট হবেন, কত স্কোর করবেন, কার বলে আউট হবেন- সমস্ত কিছুই একেবারে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলেন।

১২ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে ল্যান্ডমার্ক ১০০ টেস্টে খেলার নজির ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। গোটা বিশ্ব ক্রিকেটে যে নজির রয়েছে মোট ৭১ জন ক্রিকেটারের। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে মহা-ম্যাচে খেলতে নেমে কোহলি আউট হলেন হাফসেঞ্চুরির ঠিক আগে ৪৫ রানে।

আরও পড়ুন: কোহলির সংবর্ধনা মঞ্চে অনুষ্কা কেন! বেনজির বিতর্কে দগ্ধ ঐতিহাসিক টেস্ট

আর মোহালিতে কোহলি আউট হওয়ার ঠিক পরের মুহূর্তেই এক নেটিজেনের টুইট ভাইরাল হয়ে যায়। যে টুইটে আগেই বলে দেওয়া হয়েছিল লাসিথ এমবুলডেনিয়ার বলে ৪৫ করে আউট হয়ে যাবেন কিং কোহলি। এমন ভাইরাল টুইট ক্রিকেট মহলে বিস্ময়ের উদ্রেক করেছে। বলা হচ্ছে, কীভাবে এমন নির্ভুল ভবিষ্যৎবাণী সম্ভব!

আরও পড়ুন: নিয়ম ভেঙে বারবার নির্বাচক কমিটির বৈঠকে সৌরভ! বিষ্ফোরক অভিযোগে তোলপাড় ভারতীয় ক্রিকেট

সেই টুইটের বয়ান, “১০০তম টেস্টে কোহলি মোটেই একশো করতে পারবেন না। ৪টে মনমাতানো কভার ড্রাইভ হাঁকিয়ে ৪৫ করবেন। তারপরে এমবুলডেনিয়া কোহলির উইকেট ছিটকে দেবে। কোহলি বিস্মিত হওয়ার ভান করবেন। হতাশায় মাথা নাড়াতে থাকবেন।”

যাইহোক, কোহলির ১০০তম টেস্টে রোহিত শর্মা প্ৰথমবার টেস্টে নেতৃত্ব দিতে নেমে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। মায়াঙ্ক আগারওয়াল এবং রোহিত শর্মা দুজনে ওপেনিং পার্টনারশিপে ৫২ করে যান। এরপরে রোহিত ব্যক্তিগত ২৯ রানের মাথায় আউট হয়ে যান। লাঞ্চের ঠিক আগে ভারত মায়াঙ্ককে (৩৩) হারায়। তৃতীয় উইকেটে কোহলি-বিহারি মিলে ৯০ রানের জুটিতে ভারতকে বিপদ থেকে রক্ষা করেন। বিহারি আউট হওয়ার আগে ৫৮ করে যান। টি ব্রেকে ভারত ১৯৯/৪।

ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Virat kohli 100th test netizen predicts accurate score wicket taker viral social media post

Next Story
নার্ভাস ৯০! ১০০ টেস্টের পাশে এসেও কোহলির মত স্বপ্নপূরণ হয়নি একের পর এক তারকার