/indian-express-bangla/media/media_files/2025/05/16/cCyIsVMmMmQsIHtmdKQu.jpg)
একনজরে বিরাট কোহলির মাধ্যমিকের মার্কশিট
Virat Kohli: সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। অন্যদিকে, টেস্ট ক্রিকেট থেকে আবার অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) কিংবদন্তী ব্যাটার বিরাট কোহলি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির মাধ্যমিক রেজাল্ট ভাইরাল হয়ে গিয়েছে। উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। সকলেই বিরাটের এই মাধ্যমিক রেজাল্টের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করে দিয়েছে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও বিরাট কোহলির এই মার্কশিট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বেশ কয়েকটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেও তা শেয়ার করা হয়।
কেন এতটা গুরুত্বপূর্ণ বিরাট কোহলির মার্কশিট?
মার্কশিট অনুসারে বিরাট কোহলি ২০০৪ সালে CBSE বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন। বিরাটের মার্কশিটে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে ইংরেজি, হিন্দি এবং সমাজবিজ্ঞানে তিনি তুলনামূলক অনেকটাই বেশি নম্বর পেয়েছিলেন। কিন্তু অঙ্ক, বিজ্ঞান এবং কম্পিউটারের বিষয়গুলোয় তিনি খুব বেশি নম্বর অর্জন করতে পারেননি।
Virat-Rohit ODI career: দেশের হয়ে আর খেলাই হবে না রোহিত-বিরাটের! রইল ফ্যানদের জন্য বুক কাঁপানো খবর
- ইংরেজি - ৮৩ (A1 গ্রেড)
- সামাজিক বিজ্ঞান - ৮১ (A2 গ্রেড)
- হিন্দি - ৭৫ (B1 গ্রেড)
- বিজ্ঞান - ৫৫ (C1 গ্রেড)
- অঙ্ক - ৫১ (C2 গ্রেড)
- কম্পিউটার - ৭৪ (C2 গ্রেড)
Virat calls Shastri: অবসরের আগে শাস্ত্রীকে ফোন বিরাটের! কী কথা হয়েছিল গুরু-শিষ্যের? অবশেষে ফাঁস
বিরাট নিজেই শেয়ার করেছিলেন মাধ্যমিকের মার্কশিট
বিরাট কোহলি একবার ইনস্টাগ্রামে মাধ্যমিকের মার্কশিট শেয়ার করেছিলেন। লিখেছিলেন, মাধ্যমিকে যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছিলাম, আমার জীবনে সেই বিষয়ের গুরুত্বই সবথেকে বেশি। সঙ্গে তিনি এও যোগ করেন, স্কুলে হয়ত খেলাধুলোকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না। কিন্তু, ছোটবেলা থেকে ক্রিকেটই তাঁর কাছে ধ্যান-জ্ঞান ছিল। আর এখন তো এটা অর্থ উপার্জনের প্রধান উৎস।
বিরাট কোহলির এই মার্কশিট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একজন ইউজার লিখেছেন, 'এই নম্বর তো শুধু একটা সংখ্যামাত্র। আসল সাফল্য তো একমাত্র পরিশ্রমের মাধ্যমেই আসে।' অপর একজন ইউজার লিখেছেন, এটা সেইসকল বাবা-মায়ের কাছে একটা উপযুক্ত শিক্ষা, যাঁরা সন্তানের ক্ষমতা শুধুমাত্র পড়াশোনার মধ্য়ে সীমাবদ্ধ করে রাখে। কিন্তু অনেকেই আবার খেলাধুলো, গান-বাজনা এবং অন্যান্য শিল্পকলায় নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে পারে। অপর একজন লিখেছেন, 'বিরাট কোহলি - একজন ক্রিকেটার, একটি অনুপ্রেরণা এবং সাফল্যের এক অনন্য নজির যা শুধুমাত্র মার্কশিট দিয়ে বিচার করা যায় না।'