Virat-Rohit ODI career: দেশের হয়ে আর খেলাই হবে না রোহিত-বিরাটের! রইল ফ্যানদের জন্য বুক কাঁপানো খবর

Virat Kohli Rohit Sharma latest news: T20 এবং টেস্ট থেকে বিদায়ের পর, এখন তাঁরা কেবল ওডিআই ফর্ম্যাটেই খেলবেন। তবে ভারতের পরবর্তী ওডিআই সিরিজ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Virat Kohli Rohit Sharma latest news: T20 এবং টেস্ট থেকে বিদায়ের পর, এখন তাঁরা কেবল ওডিআই ফর্ম্যাটেই খেলবেন। তবে ভারতের পরবর্তী ওডিআই সিরিজ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit-Virat Latest News: আর ভারতের হয়ে খেলা হবে না রোহিত-বিরাটের?

Rohit-Virat Latest News: আর ভারতের হয়ে খেলা হবে না রোহিত-বিরাটের?

Rohit Sharma and Virat Kohli Retirement: ভারতীয় ক্রিকেটে বর্তমানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেওয়া নিয়ে জোর বিতর্ক চলছে। সর্বত্র এই দুই তারকার অবসর নিয়ে চর্চা চলছে। আগামী মাসে ইংল্যান্ড সফরের আগে রোহিত এবং বিরাটের হঠাৎ টেস্ট ছেড়ে দেওয়া অনেকেরই মেনে নিতে কষ্ট হচ্ছে। সকলেই জানতেন এই দুই তারকা এখনও টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছিলেন, কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে তাঁদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

Advertisment

T20 এবং টেস্ট থেকে বিদায়ের পর, এখন তাঁরা কেবল ওডিআই ফর্ম্যাটেই খেলবেন। তবে ভারতের পরবর্তী ওডিআই সিরিজ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

২০২৪ সালে T20 বিশ্বকাপ জয়ের পর একসঙ্গে এই ফর্ম্যাট ছেড়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এরপর, ৭ মে রোহিত এবং ১২ মে ২০২৫-এ বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা করেন। এখন তাঁদের দেখা যাবে কেবলমাত্র ওডিআই ম্যাচে। এই পরিস্থিতিতে ভারতের পরবর্তী ওডিআই সিরিজ, যা আগামী আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে হওয়ার কথা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আরও পড়ুন অবসরের পরেও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রোহিত-বিরাট? জেনে নিন সত্যিটা

Advertisment

রোহিত ও বিরাট হয়তো মাঠেই নামতে পারবেন না

ইংল্যান্ড সফর শেষে ভারতের দলকে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে যাওয়ার কথা। ১৭ থেকে ২৩ আগস্টের মধ্যে ৩টি ওডিআই ম্যাচ হওয়ার কথা রয়েছে। এরপর রয়েছে একটি T20 সিরিজও। যেহেতু রোহিত ও বিরাট এখন শুধুমাত্র ওডিআই খেলছেন, তাই এই সিরিজ তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। তবে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে, যার ফলে এই সিরিজ হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন গম্ভীরের কলকাঠিতেই 'অবসর' রোহিত-বিরাটের? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

মুস্তাফিজুর আইপিএলে অনিশ্চিত

IPL 2025-এর মেগা নিলামে কোনও বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া হয়নি। পরে দিল্লি ক্যাপিটালস ভারত-পাক উত্তেজনার কারণে স্থগিত হওয়া টুর্নামেন্ট ফের শুরুর পর, জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে আইপিএল খেলার জন্য এনওসি দেয়নি।

আরও পড়ুন রোহিত-বিরাটের অবসরে ইংল্যান্ডের পৌষমাস! খুশিতে লাফাচ্ছেন ব্রিটিশ তারকা অলরাউন্ডার

এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের মধ্যে ক্রিকেট সিরিজ আয়োজন করাটা খুব একটা সহজ নয়।

Rohit Sharma Virat Kohli