Advertisment

ম্যাচের আগে জলকেলিতে মাতল টিম ইন্ডিয়া

মাঠে নামার আগে একদম ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। চেনা পরিচিত পুল সেশনের বদলে একেবারে বিচ সেশন করলেন বিরাট কোহলিরা। দ্বীপপুঞ্জের দেশে সি-বিচের মজা উপভোগ করল টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli and co enjoys beach session

ছবি- বিরাট কোহলি/ইনস্টাগ্রাম

মাঠে নামার আগে একদম ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। চেনা পরিচিত পুল সেশনের বদলে একেবারে বিচ সেশন করলেন বিরাট কোহলিরা। দ্বীপপুঞ্জের দেশে সি-বিচের মজা উপভোগ করল টিম ইন্ডিয়া।

Advertisment
View this post on Instagram

Stunning day at the beach with the boys ????????????????

A post shared by Virat Kohli (@virat.kohli) on

বুধবার সকালে ইনস্টাগ্রামে কোহলি দলের সঙ্গে সমুদ্রের তীরে দুরন্ত সময় উপভোগ করার ছবি পোস্ট করলেন। ক্য়াপশন দিলেন ''স্টানিং ডে অ্যাট দ্য় বিচ উইথ দ্য় বয়েজ''।

আরও পড়ুন: পন্টিংয়ের রেকর্ডে থাবা বসাতে পারেন কোহলি

স্নানের আদর্শ পোশাকেই ছিলেন কোহলিরা। ছবিতে দেখা মিলল ময়ঙ্ক আগরওয়াল, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, ঋষভ পন্থ, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, কেএল রাহুলদের। সুখি পরিবারেরই বিজ্ঞাপন দিলেন তাঁরা।

টি টোয়েন্টি এবং ওয়ান-ডে সিরিজে উইন্ডিজকে পর্যুদস্ত করার পর এবার ভারতের চোখ টেস্টে। আগামিকাল থেকে অ্যান্টিগায় প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ অগাস্ট থেকে জামাইকার সাবিনা পার্কে।

আরও পড়ুন: অ্যান্টিগায় অনন্য় মাইলস্টোনের সামনে স্য়ার জাদেজা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (ক্য়াপ্টেন), অজিঙ্ক রাহানে (ভাইস ক্য়াপ্টেন), ময়ঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব।

India Virat Kohli West Indies
Advertisment