Advertisment

ICC Cricket World Cup 2019: ওভালে গা ঘামাল কোহলি অ্য়ান্ড কোং, রইল ছবি ও ভিডিও

ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী ৫ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে বিরাটরা দু’টি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবেন। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলেই তাদের প্রকৃত লড়াই শুরু হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli and Co hit the nets in first training session at the Oval

ওভালে গা ঘামাল কোহলি অ্য়ান্ড কোং, রইল ছবি ও ভিডিও (ছবি-ইনস্টাগ্রাম/ইন্ডিয়ানক্রিকেটটিম)

গতকালই ইংল্য়ান্ডে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার অর্থাৎ আজ প্রথম প্র্য়াকটিস করল বিরাট কোহলি অ্য়ান্ড কোং। নীল জার্সিতে ঐতিহাসিক ওভালে গা ঘামালেন কোহলি-ধোনিরা। ভারতীয় দলের অধিনায়ককে বেশ কিছুক্ষণ নেটেও দেখা গেল এদিন। ইনস্টাগ্রাম এবং টুইটারে বিসিসিআই প্র্যাকটিসের ছবি আর ভিডিও টুইট করেছে। 

Advertisment

আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: এবার শচীন জানিয়ে দিলেন কত নম্বরে ধোনির ব্যাট করা উচিত

View this post on Instagram

#TeamIndia all set for the first training session for #CWC19

A post shared by Team India (@indiancricketteam) on

View this post on Instagram

Snapshots from #TeamIndia's training session at The Oval ????????

A post shared by Team India (@indiancricketteam) on

ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী ৫ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে বিরাটরা দু’টি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবেন। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলেই তাদের প্রকৃত লড়াই শুরু হবে। আইপিএলের পর আর কোনও প্রস্তুতি শিবির বা প্র্যাকটিস ম্যাচ খেলেনি ভারত। দলের কয়েকজন একটু ঘুরেও বেরিয়েছিলেন দেশ-বিদেশে। একবারে ফুরফুরে আর তরতাজা হয়েই দেশের জার্সিতে নামবেন তাঁরা। তাঁর আগে নিজেদের এভাবেই ঝালিয়ে নিচ্ছে রবি শাস্ত্রীর শিষ্য়রা।

BCCI Virat Kohli MS DHONI
Advertisment