এক অদ্ভূত লড়াইয়ে মেতেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সচারচর বাইশ গজে দুই সতীর্থের মধ্য়ে রেকর্ড নিয়ে কাড়াকাড়ি দেখা যায় না। কিন্তু সেটাই দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন ও তাঁর ডেপুটির মধ্য়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য়সমাপ্ত টি-২০ সিরিজে বিশ্বরেকর্ডে থাবা বসানোয় মেতে ছিলেন কোহলি-রোহিত। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার দৌড়ে ছিলেন দু'জনেই। এবার উইন্ডিজের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের সংস্করণেও রোহিত-কোহলি মাতবেন রেকর্ডের খেলায়।
আরও পড়ুন-ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার, দলে ফিরলেন শার্দূল
চলতি বছরে সর্বাধিক ওয়ানডে রানের নজির রয়েছে কোহলির। ৬৪.৪০-এর গড়ে বিরাট এখনও পর্যন্ত করেছেন ১২৮৮ রান। আর তাঁর ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছেন হিটম্য়ান। ৫৩.৫৬-এর গড়ে ১২৩২ রান করেছেন হিটম্য়ান। রবিবার চেন্নাইয়ের চিপকে ভারত-উইন্ডিজ প্রথম ওয়ান-ডে। তিন ম্য়াচের সিরিজে রোহিত বনাম কোহলি ডুয়েল অব্য়াহত থাকবে।
কোহলি যদি রোহিতের থেকে বেশি রান করতে পারেন এই সিরিজে তাহলে ইতিহাস লিখবেন বিশ্বের এক নম্বর ব্য়াটসম্য়ান। এর আগে কোনও ক্রিকেটার ওয়ানডে ফর্ম্য়াটে এক বছরে এত বেশি রান করেননি। কেরিয়ারে এক ক্য়ালেন্ডার বর্ষে তিনবারের বেশি ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছেন কোহলি।
আরও পড়ুন-চেন্নাইয়ে প্রথম ম্যাচে দুরন্ত ফর্ম ধরে রাখতে পারবেন বিরাট?
২০১১, ২০১৭ ও ২০১৮ সালে কোহলি দেখিয়েছেন তিনি কোন মানের! এবার ২০১৯-এও যদি রেকর্ড করতে পারেন তাহলে প্রথম ব্য়াটসম্য়ান হিসাবে পঞ্চাশ ওভারের সংস্করণে প্রথম ব্য়াটসম্য়ান টানা তিনবছর এই নজির গড়বেন তিনি।
উইন্ডিজের বিরুদ্ধে রোহিতকে একটু এগিয়েই রাখতে হবে। পরিসংখ্য়ান সেটাই বলছে। ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে হিটম্য়ানের গড় ৭৬.৬৪। দশটি হাফ সেঞ্চুরি ও ন'টি শতরান করেছেন তিনি। বড় দলগুলির বিরুদ্ধে মেন ইন মেরুনই তাঁর প্রিয় শিকার। হিটম্য়ানের শেষ জোড়া ওয়ানডে শতরানও এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ১২০ ও ১১৪ রানের অপারজিত ইনিংস খেলেছিলেন তিনি।