Advertisment

১১ বছর পার মুম্বই সন্ত্রাস হামলার, শহিদদের শ্রদ্ধা জানাল কোহলির ভারত

নিস্পাপ প্রাণগুলোর আত্মার শান্তি কামনা করছে টিম ইন্ডিয়া। টুইট করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, চেতেশ্বর পূজরা, অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা ও সুরেশ রায়নার মতো ক্রিকেটাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli Pays Tribute To Victims Of 26/11 Attack

১১ বছর পার মুম্বই সন্ত্রাস হামলার, শহিদদের প্রতি শ্রদ্ধা বিরাট কোহলিদের (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)

দেখতে দেখতে ১১টা বছর কেটে গেল। ২০০৮ সালের ২৬ নভেম্বর ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছিল দেশের বাণিজ্য়নগরী মুম্বই। কেঁপে গিয়েছিল গোটা ভারত।

Advertisment

চারদিন ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে মুম্বই পুলিশ, সেনা এবং এনএসজি-র লড়াই চলেছিল। প্রাণ যায় ১৬৬ জনের। আহত হয়েছিলেন ৩০০। মঙ্গলবার ১১ তম বর্ষপূর্তিতে গোটা দেশ শ্রদ্ধা জানাচ্ছে স্বজনহারা পরিবারদের।

অকালেই চলে যাওয়া নিস্পাপ প্রাণগুলোর আত্মার শান্তি কামনা করছে টিম ইন্ডিয়া। টুইট করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, চেতেশ্বর পূজরা, অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা ও সুরেশ রায়নার মতো ক্রিকেটাররা।

আরও পড়ুন-সানার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুনসুটি সৌরভের

কোহলির ভারত সদ্য়ই বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চারটি টেস্টে ইনিংসে জয় পেয়েছে ভারত। এর সঙ্গেই টানা ডজন হোম সিরিজ জয়ের কৃতিত্বও অর্জন করল দল।

Virat Kohli
Advertisment