দেখতে দেখতে ১১টা বছর কেটে গেল। ২০০৮ সালের ২৬ নভেম্বর ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছিল দেশের বাণিজ্য়নগরী মুম্বই। কেঁপে গিয়েছিল গোটা ভারত।
চারদিন ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে মুম্বই পুলিশ, সেনা এবং এনএসজি-র লড়াই চলেছিল। প্রাণ যায় ১৬৬ জনের। আহত হয়েছিলেন ৩০০। মঙ্গলবার ১১ তম বর্ষপূর্তিতে গোটা দেশ শ্রদ্ধা জানাচ্ছে স্বজনহারা পরিবারদের।
অকালেই চলে যাওয়া নিস্পাপ প্রাণগুলোর আত্মার শান্তি কামনা করছে টিম ইন্ডিয়া। টুইট করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, চেতেশ্বর পূজরা, অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা ও সুরেশ রায়নার মতো ক্রিকেটাররা।
আরও পড়ুন-সানার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুনসুটি সৌরভের
Remembering the bravehearts and the innocent civilians who lost their lives during the 26/11 attacks. Gone but never forgotten. ????????????
— Virat Kohli (@imVkohli) November 26, 2019
A silent prayer for those who lost their lives untimely on 26/11 #MumbaiTerrorAttack and the brave heroes who sacrificed their life to protect us. ????
— cheteshwar pujara (@cheteshwar1) November 26, 2019
Still remember how the city came to a standstill during the 26/11 attacks. The exemplary courage shown by security forces deserves huge respect. Let our prayers always be with them.
— Ajinkya Rahane (@ajinkyarahane88) November 26, 2019
Tributes to our brave officers and citizens who sacrificed their lives for our safety, 11 years ago, today. Salute to the brave hearts of our country! ???????? #MumbaiTerrorAttack #MumbaiAttacks
— Ishant Sharma (@ImIshant) November 26, 2019
কোহলির ভারত সদ্য়ই বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চারটি টেস্টে ইনিংসে জয় পেয়েছে ভারত। এর সঙ্গেই টানা ডজন হোম সিরিজ জয়ের কৃতিত্বও অর্জন করল দল।