Advertisment

জাতীয় দলের নেতৃত্ব ছাড়লেন কোহলি! IPL-এর আগেই মহা ঘোষণায় তোলপাড় ক্রিকেট

Virat Kohli leaves T20 Captain: টি২০ বিশ্বকাপের পরেই জাতীয় দলে নেতৃত্ব ভাগাভাগি হয়ে যাচ্ছে। এমন ইঙ্গিতের মধ্যেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা কোহলির।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএল শুরুর আগেই মেগা ঘোষণা। বিশ্বকাপের পরেই জাতীয় টি২০ দলের টি২০ নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। বৃহস্পতিবার বিশাল ঘোষণায় কোহলি জানিয়ে দিলেন, কোচ রবি শাস্ত্রী এবং রোহিত শর্মার সঙ্গে অনেক আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisment

টি২০'র নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও টেস্ট এবং ওয়ানডেতে অধিনায়ক হিসেবে খেলবেন তিনি।

আরও পড়ুন: মাঝরাতে সৌরভদের ইমেল করেন কোহলি! ভয়ঙ্কর অভিযোগ এবার কিংবদন্তির

নিজের বিবৃতিতে তিনি লিখেছেন, "জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করাই নয় শুধু, নেতৃত্ব দেওয়ার সৌভাগ্যও হয়েছে আমার। ভারতীয় দলের ক্যাপ্টেন হওয়ার যাত্রাপথে আমাকে যারা5 সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ। সতীর্থ, সাপোর্ট স্টাফ, নির্বাচক মন্ডলী, এবং প্রত্যেক দেশবাসী যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদের ছাড়া এটা হওয়া সম্ভব ছিল না।"

কোহলি জানিয়েছেন, নিজের ওয়ার্কলোডের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন। টি২০ দলে একজন ব্যাটসম্যান হিসাবেই খেলবেন তিনি। বিবৃতিতে আরও লিখেছেন, "গত ৮-৯ বছর ধরে তিন ফরম্যাটে টানা খেলে চলেছি। নেতৃত্ব দিচ্ছি ৫-৬ বছর ধরে। তাই ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করাটা জরুরি ছিল। তাই টেস্ট এবং ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য আমার নিজের স্পেস দরকার ছিল। টি২০ দলের নেতা হিসেবে নিজের সর্বস্ব দিয়েছি। এখন ব্যাটসম্যান হিসাবেও নিজের সেরাটা দেব দলের জন্য।"

আরও পড়ুন: বিশ্বকাপের পরেই নেতৃত্ব ছাড়ছেন কোহলি! বিশাল খবরে টালমাটাল ভারতীয় ক্রিকেট

কোহলি জানিয়েছেন, নিজের ওয়ার্কলোডের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন। টি২০ দলে একজন ব্যাটসম্যান হিসাবেই খেলবেন তিনি। বিবৃতিতে আরও লিখেছেন, "গত ৮-৯ বছর ধরে তিন ফরম্যাটে টানা খেলে চলেছি। নেতৃত্ব দিচ্ছি ৫-৬ বছর ধরে। তাই ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করাটা জরুরি ছিল। তাই টেস্ট এবং ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য আমার নিজের স্পেস দরকার ছিল। টি২০ দলের নেতা হিসেবে নিজের সর্বস্ব দিয়েছি। এখন ব্যাটসম্যান হিসাবেও নিজের সেরাটা দেব দলের জন্য।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Indian Cricket Team
Advertisment