Advertisment

Virat Kohli at Mumbai Airport: ফ্যামিলিকে ওয়েট করিয়ে সকলের সঙ্গে সেলফি তুলব নাকি! অস্ট্রেলিয়া যাওয়ার আগেই মেজাজ হারালেন বিরাট

Virat Kohli seeks family privacy: মেজাজ হারিয়ে এয়ারপোর্টে গরম কোহলি, করলেন বিস্ফোরক মন্তব্য। স্ত্রী আর সেলফি নিয়ে বিরাট মন্তব্য কিংবদন্তি তারকার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Anushka Sharma, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা,

Virat Kohli-Anushka Sharma: ক্ষোভ উগরে দিলেন কোহলি। (ছবি- টুইটার)

Virat Kohli in Mumbai Airport: স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের দাঁড় করিয়ে রেখে কোহলির সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানালে, ভক্তদের ওপর চটলেন বিরাট কোহলি। ক্ষুব্ধ বিরাট বলেই বসলেন, 'পরিবারকে দাঁড় করিয়ে রেখে সেলফি তুলতে হবে নাকি?' ভারতীয় দল দুটি ভাগে অস্ট্রেলীয় সফরে রওনা হয়েছে। তার মধ্যে প্রথম দল ১০ নভেম্বর অস্ট্রেলিয়া গিয়েছে। দ্বিতীয় দল যাবে সোমবার, ১১ নভেম্বর। অস্ট্রেলিয়ায় অনুশীলন করবে ডব্লিউএসিএতে। 

Advertisment

অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগে প্রাক্তন ভারত অধিনায়ক কোহলিকে বিমানবন্দরে ঘিরে ফেলেন ভক্তরা। তাঁরা কোহলিকে তাঁদের সঙ্গে সেলফি তোলার অনুরোধ করেন। চলতি মাসের শেষের দিকে ২২ নভেম্বর পার্থ-এ বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচ। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল সেখানে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে। টেস্ট সিরিজটি গুরুত্বপূর্ণ, কারণ ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। এই পরিস্থিতিতে টানা তৃতীয়বারের মত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততেই হবে। তাহলেই আগামী গ্রীষ্মে ডব্লিউটিসি চ্যাম্পিয়নশিপে নামার সুযোগ থাকবে ভারতের কাছে।

এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার পথে বিমানবন্দরে কোহলি পৌঁছতেই তাঁকে পাপারাৎজিরা ঘিরে ফেলেন। সেই সময় কোহলি পাপারাৎজিদের অনুরোধ করেন স্ত্রী ও সন্তানদের সঙ্গে তাঁর ছবি যেন তোলা না হয়। সেই সময় পাপারাৎজিদের কয়েকজন তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলে, বছর ৩৬-এর ভারতীয় তারকা বিরক্তভাবে বলে ওঠেন, 'পরিবারকে দাঁড় করিয়ে আমি তোমাদের সঙ্গে ফটো তুলব?' 

যাই হোক, বিশেষজ্ঞরা অবশ্য কোহলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ, গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। আর, তার মধ্যে কোহলির পারফরম্যান্স সবচেয়ে খারাপ। ২০২৪ সালে, কোহলি ২২.৭৮ গড়ে ১২ ইনিংসে মাত্র ২৫০ রান করতে পেরেছেন। যা একবছরে তাঁর সবচেয়ে খারাপ পারফরম্যান্স। এর মধ্যে আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ৯৩ রান করেছেন। গড় মাত্র ১৫.৫০। যা গত সাত বছরে হোম সিরিজে তাঁর সবচেয়ে খারাপ পারফরম্যান্স। 

আরও পড়ুন- রোহিতকে মন্দ কথায় ভাসিয়েছিলেন গাভাসকার! সানিকে এবার 'একহাত' বউ রীতিকার, তুঙ্গে সংঘাত

সমালোচকরা মনে করেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন প্রতিযোগিতা প্রাক্তন ভারতীয় অধিনায়কের কাছে একটি মরণ-বাঁচন সিরিজ হতে যাচ্ছে। যদিও সমর্থকদের আশা, কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত খেলে যাবতীয় সমালোচনার জবাব দেবেন। অস্ট্রেলিয়ায় ১৩টি উপস্থিতিতে, কোহলি ছয়টি সেঞ্চুরি করেছেন। গড় ৫৪.০৮। করেছেন ১,৩৫২ রান।

Virat Kohli Anushka Sharma Cricket News Indian Cricket Team
Advertisment