/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/khana-pina.jpg)
ফ্লোরিডায় খানা-পিনায় মজে বিরুষ্কা, সঙ্গী আরেক ভারতীয় ক্রিকেটার
ফুরফুরে মেজাজে রয়েছেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা। বিরুষ্কা নিজেদের টুইটার বা ইনস্টাগ্রামে সেভাবে সাম্প্রতিক ছবি আপডেট করেননি ঠিকই। কিন্তু টুইটারে তাঁদের বিভিন্ন ফ্য়ান পেজে থেকে অনেক ছবিই সোশালে ঘুরছে। ভারতীয় দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছে। সদ্য়সমাপ্ত টি-২০ সিরিজের প্রথম দু'টো ম্য়াচ ফ্লোরিডা আর শেষ ম্য়াচটা গুয়ানায় অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ওয়ান-ডে ম্য়াচটাও হবে এখানে।
All about yesterday ????❤#virushka#ViratKohli#AnushkaSharmapic.twitter.com/iPnj2tuTrq
— Kohlihai ⚡ (@PallabiVee) August 8, 2019
Virushka having lunch with
khaleel Ahmed ????#virushka#viratkohlipic.twitter.com/wZCY0TjIZA— Virat Kohli ???????? (@kohlifanclub7) August 8, 2019
আরও পড়ুন: ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে কোহলির ব্য়াটে ভাঙতে পারে এই তিনটি রেকর্ড
@imVkohli’s insta story ???????????????????? #Virushka@AnushkaSharmapic.twitter.com/pVVMWy21XW
— Anushka Sharma News (@AnushkaNews) August 7, 2019
@AnushkaSharma & @imVkohli with fans in Florida ???????? #Virushkapic.twitter.com/dyPxqMVHGX
— Anushka Sharma News (@AnushkaNews) July 31, 2019
মার্কিন মুলুকে চুটিয়ে ভারতীয় (দেশি) খাবার উপভোগ করেছেন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন আর তাঁর অভিনেত্রী স্ত্রী। একটি ছবিতে দেখা যাচ্ছে যে, বিরাট একটি দেশি রেস্তোরাঁর সন্ধান পেয়েছেন। রেস্তোরাঁর বাইরের বোর্ডে লেখা 'শান্তা'স দ্য় পুরি শপ'। তাঁর সামনে দাঁড়িয়েই ছবি পোস্ট করেছেন দু'জনে। এখানেই শেষ নয়, আরও বেশ কয়েকটি জায়গাতেও তাঁদের খাবার সংক্রান্ত ছবিই দেখা গিয়েছে। এক জায়গায় ভারতীয় পেসার খালিল আহমেদকেও পাওয়া গিয়েছে।