Advertisment

বিরুষ্কার ছবি ফের ঝড় তুলল সোশ্যালে, কমেন্ট করলেন আলিয়াও

অনুষ্ঠানে গিয়ে ফোটোসেশন সারেন তারকা দম্পতি। পরে সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। অনুষ্কা নিজেদের ছবির ক্যাপশনে জোড়া হার্ট সাইন যোগ করে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
virat kohli and anushka sharma

সস্ত্রীক বিরাট কোহলি (ইনস্টাগ্রাম)

ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা। কিং কোহলির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি প্রায়ই ঝড় তোলে। আবার নেটিজেনদের ট্রোলিংয়েরও শিকার হন তিনি। তবে ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে গিয়ে বিরুষ্কার অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় তৎক্ষণাৎ হিট। বিরাট-অনুষ্কার ফ্যাশন সেন্স যে কতটা, তা তাঁদের ছবিতেই পরিষ্কার। কোহলিকে দেখা গিয়েছিল কালো ব্লেজার এবং সাদা শার্টে। অনুষ্কাকেও পাওয়া গিয়েছিল ফ্যাশনেবল পোশাকে।

Advertisment

অনুষ্ঠানে গিয়ে ফোটোসেশন সারেন তারকা দম্পতি। পরে সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। অনুষ্কা নিজেদের ছবির ক্যাপশনে জোড়া হার্ট সাইন যোগ করে দেন। তারপরেই তা ভাইরাল। এমনকি বিরুষ্কার ছবিতে বলিউডের তাবড় তাবড় সেলেবরাও কমেন্ট করেন।

View this post on Instagram

????

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

View this post on Instagram

????

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

View this post on Instagram

????

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

 আরও পড়ুন বিরাট কোহলির ড্রেসিংরুমের প্লে লিস্ট জানিয়ে দিলেন ধাওয়ান

বিরাট অনুষ্কা ছাড়াও স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া, সানিয়া মির্জা, কার্তিক আরিয়ান, জাভেদ আখতার, সাগরিকা ঘাটগে-জাহির খান, অর্জুন কাপূর, রাহুল বোস, অপরশক্তি খুরানাদের মতো তারকারা।

View this post on Instagram

❤???? @indiansportshonours ????️- @troycosta

A post shared by Virat Kohli (@virat.kohli) on

বিয়ের আগে সোশ্য়াল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে চুপ ছিলেন দুই তারকাই। তবে ইতালির তাসকানিতে বিপুল আড়ম্বরে বিয়ের পর সোশ্য়াল মিডিয়ায় দুজনেই অন্য অন্যের প্রতি ভালবাসা ব্যক্ত করেন। একাধিক ছবিতে অনুষ্কাকে দেখা গিয়েছে বিরাটের কাঁধে মাথা রেখে পোজ দিতে। বিরাটকেও পাওয়া গিয়েছে খোলামেলা ভঙ্গিতে। যাইহোক, বিরুষ্কার ছবি সবথেকে মন কেড়ে নিয়েছে আলিয়া ভাটের। তিনি অনুষ্কার ছবির নিচে কমেন্টে লেখেন, Gorgeeee"। সেই সঙ্গে একটি চুম্বনের ইমোজি দিতেও ভোলেননি আলিয়া!

See the photo gallery article in ENGLISH

Anushka Sharma Virat Kohli
Advertisment