Virat-Anushka attends Wimbledon 2025: টিম ইন্ডিয়ার মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) কিছুদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ড সফরে তিনি স্বাভাবিকভাবেই নেই। তবে বর্তমানে লন্ডননিবাসী বিরাটকে দুটি টেস্ট ম্যাচের একটিতেও মাঠে দেখা যায়নি। কিন্তু সোমবার বলিউড অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে উইম্বলডন দেখতে গেছেন বিরাট। আর সেটা নিয়েই সমালোচনার মুখে পড়েছেন তারকা-দম্পতি। বিরাট-অনুষ্কা এই মুহূর্তে ইংল্যান্ডেই রয়েছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই পাওয়ার কাপল এখন লন্ডনেই স্থায়ীভাবে বসবাস করছেন যাতে তাঁদের সন্তান মিডিয়ার চর্চা থেকে দূরে, শান্তিপূর্ণ পরিবেশে বড় হতে পারে।
এই পরিস্থিতিতে সোমবার বিরাট ও অনুষ্কা উইম্বলডনের একটি হাই-প্রোফাইল ম্যাচে দেখতে গিয়েছিলেন। সেই ম্যাচে তাঁরা টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচকে (Novak Djokovic) সমর্থন করতে পৌঁছেছিলেন। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন প্রাক্তন প্রেমিকার সঙ্গে বিরাটের ছবি ভাইরাল, অনুষ্কার আগে কার প্রেমে পাগল ছিলেন কিং কোহলি?
অবসর নিয়ে ক্ষোভ?
এখন প্রশ্ন উঠছে, লন্ডনেই থেকে বিরাট কোহলি কেন ভারতীয় ক্রিকেট দলের টেস্ট ম্যাচ (India vs England) দেখতে মাঠে গেলেন না? অনেকেই মনে করছেন, ইংল্যান্ড সফরের ঠিক আগে তাঁর নেওয়া অবসরের সঙ্গে এর যোগ রয়েছে। কেউ কেউ বলছেন, হয়তো কোনও চাপের কারণেই তাঁকে অবসর নিতে হয়েছিল! আর সেই অবসরেরই সাইড এফেক্ট হিসেবে তিনি মাঠে গিয়ে নয়, সোশ্যাল মিডিয়ায় থেকে দলকে সমর্থন করেছেন?
টেস্ট ম্যাচ দেখতে যাওয়া কেন জরুরি ছিল?
কোহলি যদিও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবুও তাঁর প্রভাব এতটাই বড় যে তা ড্রেসিংরুম থেকে স্টেডিয়াম পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাঁর উপস্থিতি টিম ইন্ডিয়াকে মানসিক শক্তি দিতে পারত। যদি তিনি গ্যালারিতে থাকতেন, তবে তা ফ্যানদের জন্যই নয়, তরুণ ক্রিকেটারদের জন্যও এক বিশাল অনুপ্রেরণার মুহূর্ত হত। যেন এক ‘লেজেন্ড’ উত্তরসূরিদের খেলতে দেখছেন, এই আবেগই অন্যরকম।
আরও পড়ুন ইংল্যান্ডে রয়েছে বিরাটের এমন রেকর্ড, যা কেউ কখনও ভাঙতে পারবে না!
জোকোভিচকে বিরাট বললেন ‘গ্ল্যাডিয়েটর’
সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনউরকে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়ে ১৬তম বার উইম্বলডন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। ৩৭ বছরের সার্বিয়ান তারকা শুরুতে কিছুটা ছন্দ হারালেও নিজের লড়াইয়ের মানসিকতা ও অভিজ্ঞতার জোরে ম্যাচে ফিরেছেন এবং তিন ঘণ্টা ১৮ মিনিটের কঠিন লড়াই শেষে জয় ছিনিয়ে নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন ইতালির উদীয়মান খেলোয়াড় ফ্লাভিও কোবোলির সঙ্গে, যিনি মারিন সিলিচকে হারিয়ে প্রথমবার উইম্বলডনের শেষ আটে জায়গা করে নিয়েছেন। জোকোভিচ এখন তাঁর ২৫তম গ্র্যান্ড স্ল্যাম এবং অষ্টম উইম্বলডন ট্রফি থেকে মাত্র তিনটি জয়ের দূরত্বে রয়েছেন। বিরাট কোহলি তাঁকে প্রশংসা করে ‘গ্ল্যাডিয়েটর’ বলেছেন, অর্থাৎ এমন এক যোদ্ধা, যিনি কঠিন পরিস্থিতিতেও লড়াই ছাড়েন না এবং শেষ পর্যন্ত জয়ের জন্য লড়ে যান।