Virat Kohli Unbreakable Record: ইংল্যান্ডে রয়েছে বিরাটের এমন রেকর্ড, যা কেউ কখনও ভাঙতে পারবে না!

India vs England Test 2025: শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিগত কয়েকদিন ধরেই এই সিরিজ নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিরাট এবং রোহিত টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর গ্রহণ করার পর এই আলোচনার ঝাঁঝ অনেকটাই বেড়ে গিয়েছে।

India vs England Test 2025: শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিগত কয়েকদিন ধরেই এই সিরিজ নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিরাট এবং রোহিত টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর গ্রহণ করার পর এই আলোচনার ঝাঁঝ অনেকটাই বেড়ে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli WBL: বিশ্ব বোলিং লিগের পেশাদার টুর্নামেন্টে প্রথম বছর থেকেই জুড়লেন বিরাট

টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন বিরাট

Virat Kohli: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিগত কয়েকদিন ধরেই এই সিরিজ নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর গ্রহণ করার পর এই আলোচনার ঝাঁঝ অনেকটাই বেড়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই বিরাট কোহলি ইংল্যান্ডে এমন একটি রেকর্ড কায়েম করেছেন যা শুধুমাত্র ভারতই নয়, গোটা এশিয়া মহাদেশে কেউ ভাঙতে পারেনি। এবার শুভমান গিল (Shubman Gill) কি সেই রেকর্ড ভাঙতে পারবেন? কাজটা যদিও একেবারে সহজ হবে না।

Advertisment

অধিনায়ক হিসেবে অনন্য নজির কায়েম করেছেন বিরাট কোহলি

২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফরে গিয়েছিল। সেই বছর বিরাট ৫০০-র বেশি রান করেছিলেন। এই সিরিজে কোহলির ব্যাট থেকে মোট ৫৯৩ রান বেরিয়ে এসেছিল। এরমধ্যে জোড়া শতরান এবং তিনটে হাফসেঞ্চুরি রয়েছে। এশিয়া মহাদেশে বিরাটই একমাত্র অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে ক্যাপ্টেন হিসেবে ৫০০-র বেশি রান করেন। এশিয়া মহাদেশের আর কোনও ব্যাটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। এশিয়া মহাদেশের মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো ক্রিকেট দলকে ধরা যেতে পারে।

Advertisment

IND vs ENG: ভারতের প্লেয়িং ইলেভেন, ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন শুভমান, বিরাট-রোহিতকে নিয়ে কী বললেন ক্যাপ্টেন?

ইংল্যান্ডের মাটিতে বিরাট জিতেছেন তিনটে টেস্ট ম্য়াচ

শুধু তাই নয়, বিরাট কোহলিই একমাত্র ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে তিনটে টেস্ট ম্য়াচ জয় করেছেন। বাকি তো এমন অনেক অধিনায়ক রয়েছেন যাঁরা ব্রিটিশভূমে একটাও টেস্ট ম্য়াচ জিততে পারেননি। এবার শুভমান গিল কি ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটা নয়া অধ্যায় লিখতে পারবেন? এটা অবশ্য সময়ই বলবে।

IND vs ENG: অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি, আবেগে ভাসলেন শচীন

বিরাট কোহলির অভাব পূরণ করা যথেষ্ট কঠিন

সম্প্রতি ভারতীয় টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি। অনেকেই বলতে শুরু করেছেন যে ক্রিকেটের এই লাল বলের ফরম্য়াটে বিরাটের অভাব পূরণ করা বেশ মুশকিল হবে। এখন এটাই দেখার, যে চার নম্বরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি এত এত রেকর্ড কায়েম করেছেন, এবার সেই জায়গায় শুভমান গিল কেমন পারফরম্য়ান্স করেন। শুক্রবার (২০ জুন) থেকেই সিরিজের প্রথম ম্য়াচ শুরু হচ্ছে। লড়াইয়ের মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। এবার ক্রিকেটারদের পারফরম্য়ান্সের পালা। এই সিরিজটা ইংরেজদের ঘরের মাটিতে হলেও লড়াইয়ে যে টানটান উত্তেজনা থাকবে, তা আশা করাই যায়।

Virat Kohli Shubman Gill India vs England