Virat Kohli advises to Mohammed Siraj: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচের ১ম দিনে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে তাঁর সতীর্থ মহম্মদ সিরাজের অ্যানিমেটেড চ্যাট ভাইরাল হল। তাতে দেখা যায়, কোহলি সিরাজের সঙ্গে কথা বলার সময় না হাসতে নির্দেশ দেন।
ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে। অস্ট্রেলিয়া এই ম্যাচে আহত জশ হ্যাজলউডের জায়গায় স্কট বোল্যান্ডকে নিয়েছে। কাফ মাসলে চোটের জন্য হ্যাজলউড ব্রিসবেনে তৃতীয় টেস্ট থেকে বিদায় নিয়েছেন। আর স্যাম কনস্টাস নাথান ম্যাকসুইনির জায়গায় দলে ঢুকেছেন।
ভারতও গাব্বা টেস্টের একাদশ বদলেছে। শুভমান গিলের জায়গায় দলে ঢুকেছেন অতিরিক্ত স্পিনার ওয়াশিংটন সুন্দর। এর মধ্যেই অভিযোগ উঠেছে, প্রাক্তন ভারত অধিনায়ক ম্যাচের উদ্বোধনী দিনে অভিষেক হওয়া অজি ক্রিকেটার স্যাম কনস্টাসকে স্লেজ করেছেন।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ম ওভারের পরে উভয়ের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। কোহলি ১৯ বছর বয়সি কনস্টাসের কাঁধে নিজের কাঁধ দিয়ে ধাক্কা মারেন বলে অভিযোগ। সেই সময় তাঁরা দু'জন উলটোদিকে যাচ্ছিলেন। আম্পায়াররা ঘটনায় হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
তার মধ্যেই পিচের মাঝখানে মারনাস লাবুসেনের সঙ্গে মহম্মদ সিরাজের বাক্য বিনিময়ের পরে স্টাম্পের মাইক্রোফোনে বিরাট কোহলির গলা শোনা গিয়েছে। তিনি অস্ট্রেলিয়ানদের সঙ্গে কথা বলার সময় সিরাজকে না হাসার পরামর্শ দিয়েছেন।
সেই ভিডিও ভাইরাল হয়েছে। তাতে শোনা যাচ্ছে মারনাস লাবুসেনের সঙ্গে সিরাজ কথা বলার পর কোহলি তাঁকে বলছেন, 'ওদের সঙ্গে হেসে কথা বোল না।' স্ট্যাম্প মাইকে শোনা গিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার গলাও। সেখানে শোনা গিয়েছে যে রোহিত জাদেজাকে বলছেন, যাতে জাদেজা পিচের পরিস্থিতিকে কাজে লাগান।
🗣🔥😡🥶😅🧐🤔
— Star Sports (@StarSportsIndia) December 26, 2024
The stump mic has been kept busy this morning! 😅#AUSvINDOnStar 👉 4th Test, Day 1 LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/hwANCA1qar
এই ব্যাপারে রোহিত বলেছেন, 'জাড্ডু, বল বাউন্স এবং টার্নিং, দুটোই কিন্তু হচ্ছে।' এর আগে টসের পর রোহিত শর্মা বলেছিলেন, সুযোগ পেলে ভারতই প্রথম ব্যাট নিত। সিরিজ এখন ১-১। এই পরিস্থিতিতে দলের খেলোয়াড়দের কাছে নিজেদের প্রমাণ করার সুযোগ আছে।
রোহিত বলেন, 'টস জিতলে আমরাই আগে ব্যাট করতাম। আমাদের ভালো বোলিং করতে হবে। সিরিজ ১-১ আছে। এখানে আমাদের নিজেদেরকে প্রমাণ করতে হবে। যে পরিস্থিতিই আসুক না কেন লড়াই করব। আজ নতুন দিন।'
'আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আগের ম্যাচে আমরা খুব ভালো লড়াই করেছি। আমরা পরিবর্তন করেছি। শুভমান গিল বাদ পড়েছে। ওয়াশিংটন সুন্দর ঢুকেছে। হ্যাঁ, আমিই ওপেন করব।'
ভারতীয় একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ