থামানো যাচ্ছে না ক্যাপ্টেন কোহলিকে। ইন্দোরে খেলতে নেমে নয়া মাইলস্টোন অর্জন করলেন তিনি। অধিনায়ক হিসেবে টি২০তে দ্রুততম ১০০০ রানের মালিক হয়ে গেলেন তিনি। সবমিলিয়ে ষষ্ঠ অধিনায়ক হিসেবে এই নজির তাঁর দখলে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে কোহলি এই কৃতিত্ব অর্জন করা থেকে ২৫ রান দূরে ছিলেন। তবে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার ইন্দোরেই ব্যক্তিগত সেই লক্ষ্যপূরণ করতে নেমেছিলেন তিনি। ১৭ বলে ৩০ রান করে ইন্দোরে ভারতকে জয়ের সরণিতে পৌঁছে দেন ক্যাপ্টেন বিরাট। সেই সঙ্গে এই নজিরের মালিকও হয়ে যান তিনি।
এর আগে ধোনি টি২০ অধিনায়ক হিসেবে ১০০০ রান পূর্ণ করেছিলেন। ৬২ ম্যাচে ধোনির রানসংখ্যা আপাতত ১১১২। তবে কোহলি মাত্র ৩০ ইনিংসে ১০০০ রানের ব্র্যাকেটে ঢুকে পড়লেন।
ধোনির পাশাপাশি রোহিতকেও পেরিয়ে গেলেন বিরাট। টি২০ ক্রিকেটে সর্বাধিক রান করার নিরিখে বিরাটই আপাতত শীর্ষে। তিনি রোহিতের থেকে মাত্র ১ রান দূরে ছিলেন। ঘটনাচক্রে, ২০১৯ সালে কোহলি-রোহিত যুগ্মভাবে টি২০-র শীর্ষে থেকে বছর শেষ করেছিলেন। প্রত্যেকেই ২৬৩৩ রান করেছিলেন।
ইন্দোরের টি২০-তে শিখর ধাওয়ান ও জসপ্রীত বুমরার প্রত্যাবর্তন ম্যাচ ছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় ভারত। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কোহলি। শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থেমে যায়। জবাবে ব্যাট করতে নেমে ধাওয়ান (৩২), লোকেশ রাহুল (৪৫), শ্রেয়স আইয়ার (৩৪) এবং শেষদিকে কোহলির ফিনিশিং টাচে ভারত ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয়।
তিন ম্যাচের টি২০ সিরিজে ভারত আপাতত ১-০ এগিয়ে।