Advertisment

India vs England 1st T20: মিতালির পর এবার কোহলির ২০০০

মিতালি রাজের পর এবার বিরাট কোহলি। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ২০০০ রান পূর্ণ করলেন ক্যাপ্টেন কোহলি।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

India vs England 1st T20: দ্রুততম ২০০০ কোহলির, ক্লাবের দোরগোড়ায় রোহিত

মিতালি রাজের পর এবার বিরাট কোহলি। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ২০০০ রান পূর্ণ করলেন ক্যাপ্টেন কোহলি। গত মাসে কুয়ালালামপুরে মহিলাদের এশিয়া কাপে ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন ঝুলনদের ক্যাপ্টেন। টি-২০ ফর্ম্যাটে কোহলির ২০০০ রান এল ইংল্যান্ডের বিরুদ্ধে। ৭৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে মিতালি করেছিলেন ২০১৫ রান। ৬০ ম্যাচ খেলে কিংয়ের ব্যাট থেকে এসেছে ২০১২ রান।

Advertisment

কোহলি এখন মার্টিল গাপটিল, ব্রেন্ডন ম্যাকালাম ও শোয়েব মালিকের এক্লক্লুসিভ ক্লাবের সদস্য হলেন। টি-২০ ক্রিকেটে কিং কোহলির ঝুলিতে চলে এল ২০০০ রান। বাইশ গজের দ্রুততম ক্রিকেটার হিসেবেই টোয়েন্টি-টোয়েন্টির দু’হাজারি ক্লাবের সদস্য হলেন কোহলি। মঙ্গলবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে কোহলি অ্যান্ড কোং। এই ম্যাচে ২২ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলে কোহলির সংগ্রহে এখন ২০১২ রান। গত পয়লা জুলাই শোয়েব মালিক তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটে ২০০০ রান করেছিলেন। তার ঠিক দু’দিন বাদে এই গ্রহের চতুর্থ বাসিন্দা হিসেবে এই নজির গড়লেন কোহলি।  

আরও পড়ুন: India vs England 1st T20: লোকেশের সেঞ্চুরি, কুলদীপের ৫ উইকেট, ভারতের জয়

গাপটিল, ম্যাকালাম, মালিকের সঙ্গে এক আসনে বসলেও কোহলি কিন্তু এগিয়ে। মাত্র ৬০ ম্যাচ খেলে কোহলির ব্যাট থেকে এসেছে ২০০০ রান। তাঁর গড় (৪৯.০৭) ও স্ট্রাইক রেটও (১৩৬.৩১) গাপটিলদের থেকে উপরে। অন্যদিকে রোহিত শর্মাও কিন্তু দু’হাজারের ক্লাবের দোরগোড়ায়। আর মাত্র ১৯টি রান করলেই পঞ্চম পুরুষ ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার ওপেনার ‘রো-হিট’ শর্মা ২০০০ রান পূরণ করবেন। রোহিতের পরেই রয়েছেন আফগানিস্তানের মহম্মদ শাহজাদ (১৯০৬)

Infographix

Virat Kohli
Advertisment