Advertisment

IND vs BAN: কোহলির কামাল, ইডেনে শচীনের রেকর্ড স্পর্শ করলেন, ভাঙলেনও

পিঙ্ক টেস্টে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। শনিবার ইডেন গার্ডেন্সে চলতি ভারত-বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনেই দুরন্ত সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli becomes fastest to 70 international hundreds

কোহলির কামাল, ইডেনে শচীনের রেকর্ড স্পর্শ করলেন, ভাঙলেনও (ইন্ডিয়ান এক্সপ্রেসের হয়ে ছবিটি তুলেছেন পার্থ পাল)

পিঙ্ক টেস্টে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। শনিবার ইডেন গার্ডেন্সে চলতি ভারত-বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনেই দুরন্ত সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক। প্রথম দিন তিনি ৫৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। সেখান থেকে আরও ৪১ রান যোগ করেন কোহলি। ১৮টি চারের সৌজন্য়ে ১৯৪ বলের ইনিংসে বিরাটের ব্য়াট থেকে এসেছে ১৩৬ রান।

Advertisment

আরও পড়ুন-ইতিহাসে বিরাট, গোলাপি বলে প্রথম টেস্টেই শতরান

কোহলি এদিন শচীন তেন্ডুলকরের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে কেরিয়ারের ২৭ নম্বর টেস্ট সেঞ্চুরির স্বাদ পান। শচীনের মতো কোহলিও নিয়েছেন ১৪১টি ইনিংস। কিং কোহলি ইডেনে দ্রুততম ক্রিকেটার হিসাবে ৭০ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরি করে ফেললেন। ৪৩৯ ইনিংসেই এই নজির গড়লেন তিনি। কোহিলর পরেই রয়েছেন শচীন (৫০৫ ইনিংসে ৭০ সেঞ্চুরি) ও পন্টিং (৬৪৯ ইনিংসে ৭০ সেঞ্চুরি)। প্রথম দিনেই কোহলি দ্রুততম টেস্ট অধিনায়ক হিসাবে ৫০০০ রান করে ফেলেছিলেন।

এমনকী প্রথম ভারত অধিনায়ক হয়েই টেস্টে ৫০০০ রান আসে তাঁর। মাত্র ৮৬ ইনিংসে এই নজির গড়েন তিনি।পিছনে ফেলে দেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি অস্ট্রেলিয়ার ক্য়াপ্টেন রিকি পন্টিংকে। বাইশ গজে ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এই কৃতিত্বের মালিক হলেন কোহলি।

আরও পড়ুন-IND vs BAN: ক্রিকেটের স্বর্গোদ্য়ানে বিশ্বরেকর্ড কোহলির, ভারতীয় হিসাবেও প্রথম

কোহলির সেঞ্চুরিতে ভর করেই ভারত ৩৪৭/৯ রান তুলে ডিক্লেয়ার করে। ২৪১ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে তারা। জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ ১৫২/৬। ভারতের ইনিংসের থেকে এখনও বাংলাদেশ পিছিয়ে ৮৯ রানে। ভারতের জয়ের জন্য প্রয়োজন স্রেফ ৪ উইকেট।

India Bangladesh Virat Kohli
Advertisment