/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Virat-Kohli-6.jpg)
সেঞ্চুরি খুইয়েও পয়মন্ত অস্ট্রেলিয়ায় রেকর্ডের ছড়াছড়ি কোহলির (ছবি-টুইটার/বিসিসিআই)
কেরিয়ারে এই প্রথমবার। কোহলি টেস্টে হাফ-সেঞ্চুরি পার করেও সেঞ্চুরির স্বাদ পেলেন না। বৃহস্পতিবার ১৮ রানের জন্য সেঞ্চুরি মাঠে রেখে আসেন তিনি। এদিন মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারত অধিনায়ক ৮২ রানে থেমে যান। তিন সংখ্যার রানে পৌঁছতে না-পেরেও কোহলি কিন্তু তাঁর পয়মন্ত অস্ট্রেলিয়ায় এদিন একাধিক রেকর্ড করেছেন।
STAT ALERT ????
With 82 runs today, @imVkohli has surpassed Rahul Dravid (1137) to register most number of runs in a calendar year in overseas Tests #KingKohlipic.twitter.com/HyiYtuBtgJ
— BCCI (@BCCI) December 27, 2018
কোহলি তাঁর কেরিয়ারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সর্বোচ্চ রানের নজির গড়লেন। ৩০ বছরের ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে পেয়েছেন ১৫৭০ রান। এদিন ৮২ রানের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১৫৮১ রান করা হয়ে গেল। শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির রয়েছে ১০০৪ রান। এ বছর টেস্টে কোহলির ১১৩৮ রান করা হয়ে গেল। এক ক্যালেন্ডার বর্ষে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান করা ভারতীয় হয়ে গেলেন বিরাট। রাহুল দ্রাবিড়কে টপকে গেলেন তিনি। ‘দ্য় ওয়াল’ ২০০২ সালে ১১৩৭ রান করেছিলেন। রাহুল টপকে গিয়েছিলেন ১৯৮৩ সালে মহিন্দর অমরনাথের করা ১০৬৫ রান। বাইশ গজের ইতিহাসে বিদেশের মাটিতে টেস্টে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান রয়েছে গ্রেম স্মিথ (১২১২ রান) ও ভিভ রিচার্ডস (১১৫৪ রান)। কোহলির কাছে এখন সুযোগ থাকবে স্মিথ-রিচার্ডসকে টপকে যাওয়ার।
আরও পড়ুন: বিরাটের ব্যাটে ‘দ্য ওয়াল’ ভাঙার শব্দ শুনছে মেলবোর্ন
কোহলির প্রয়োজন আর ৯৯ রান। তাহলেই ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে এক বছরে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হয়ে যাবেন। কোহলির আগে রয়েছেন প্রাক্তন অজি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। ২০০৫ সালে ২৮৩৩ রান করেছিলেন তিনি। এই মুহূর্তে কোহলির রান সংখ্যা ২৭৩৫ রান।