সেঞ্চুরির সেঞ্চুরি করে ফেলবেন বিরাট, আশা আজহারের

এর আগে জাস্টিন ল্যাঙ্গারও কোহলির প্রশংসায় মুখর হয়েছেন এবং শচীনের সঙ্গে বিরাটের তুলনাও করেছেন।

এর আগে জাস্টিন ল্যাঙ্গারও কোহলির প্রশংসায় মুখর হয়েছেন এবং শচীনের সঙ্গে বিরাটের তুলনাও করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি- টুইটার

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন অ্যাডিলেড ওভালে বিরাট কোহলির পারফরম্যান্সে দারুণ খুশি। এদিনের ম্যাচে কোহলির ৩৯ তম সেঞ্চুরির সৌজন্যে সফল ভাবে ২৯৯ রান তাড়া করে টিম ইন্ডিয়া। আজহারউদ্দিন সরব হয়েছেন ধোনির ব্যাটিংয়ের প্রশংসাতেও। ধোনি এই ম্যাচে অপরাজিত ৫৫ রান করেছেন।

Advertisment

আজ তককে আজহার বলেছেন, “বিরাট কোহলির ধারাবাহিকতা যথেষ্ট ভাল। যদি ফিট থাকে তাহলে ও ১০০ সেঞ্চুরি করে ফেলবে। ধারাবাহিকতার দিক থেকে বিচার করলে ও অনেক গ্রেট প্লেয়ারদের থেকে এগিয়ে। ও সেঞ্চুরি করেছে আর ভারত ম্যাচ হেরেছে, এরকম প্রায় হয়ইনি।“

আরও পড়ুন, ওয়ান ডে-তেও টি-২০ রেকর্ড বহাল রাখলেন সিরাজ

Advertisment

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করে ফেলতে পারবেন বিরাট কোহলি।

“আপনারা দেখবেন, ভারতের টপ অর্ডারের তিনজন রান পেলে আমরা জিতেছি। দুর্ভাগ্যজনকভাবে আগের ম্যাচে আমরা তিনটি উইকেট দ্রুত হারিয়েছিলাম, রোহিত শর্মা সেঞ্চুরি করলেও আমরা হেরে গেছি। কিন্তু আজ বিরাট কোহলি দারুণ ব্যাট করেছে, এম এস ধোনিও ভাল খেলেছে। ধোনি শেষের দিকে ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু নিজের উইকেট হারায়নি। দীনেশ কার্তিকও ভাল ব্যাট করেছে। সব মিলিয়ে ভারতের পারফরম্যান্স খুব ভাল ছিল।“

এর আগে জাস্টিন ল্যাঙ্গারও কোহলির প্রশংসায় মুখর হয়েছেন এবং শচীনের সঙ্গে বিরাটের তুলনাও করেছেন।

ম্যাচের পর ল্যাঙ্গার বলেন, “বিরাট একইরকম খেলছে। ও এত ঠান্ডা মাথায় প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে খেলে আর টেকনিক্যালি ওর ব্যালান্স- অবিশ্বাস্য। সমস্ত ফরম্যাটে ৩৬০ ডিগ্রি শট খেলতে পারে ও।“

cricket Virat Kohli