Virat Kohli: চার-ছয়ে ওড়ালেন অবসরের জল্পনা! ১৩,০০০ টি-টোয়েন্টি রান! ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বিরাট কোহলি

During the IPL 2025 match against Mumbai Indians, Virat Kohli reached 13,000 runs in T20 cricket. He became the first Indian and the fifth batter globally to achieve this feat. আইপিএল ২০২৫-এ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বিরাট কোহলি টি-টোয়েন্টিতে ১৩,০০০ রান পূর্ণ করলেন। তিনি ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম ব্যাটার যিনি এই কীর্তি গড়লেন।

During the IPL 2025 match against Mumbai Indians, Virat Kohli reached 13,000 runs in T20 cricket. He became the first Indian and the fifth batter globally to achieve this feat. আইপিএল ২০২৫-এ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বিরাট কোহলি টি-টোয়েন্টিতে ১৩,০০০ রান পূর্ণ করলেন। তিনি ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম ব্যাটার যিনি এই কীর্তি গড়লেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli Today: ফের দুরন্ত ছন্দে বিরাট

Virat Kohli Today: ফের দুরন্ত ছন্দে বিরাট। (ছবি- আইপিএল)

Virat Kohli Becomes Second-Fastest to 13,000 T20 Runs in IPL History: আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবারের ম্যাচে বিরাট কোহলি টি-২০ ক্রিকেটে ১৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। ইনিংসে ১৭ রানে পৌঁছেই এই রেকর্ড গড়লেন ৩৬ বছর বয়সি কোহলি।

Advertisment

তিনি এই মাইলফলকে পৌঁছলেন মাত্র ৩৮৬তম ইনিংসে, যা তাঁকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের পর দ্বিতীয় দ্রুততম ব্যাটার করে তুলল। গেইল ১৩,০০০ রান করেছেন ৩৮১ ইনিংসে। এই বিচারে কোহলি ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে প্রায় ৯০ ইনিংসের ব্যবধানে পিছনে ফেলে দিলেন।

ভারতের মধ্যে টি২০ ক্রিকেটে রান তোলার দৌড়ে একনম্বর স্থানে রয়েছেন কোহলি। তাঁর পরে আছেন রোহিত শর্মা (১১,৮৫১ রান)। টি-২০ কেরিয়ারে কোহলির ৯টি সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে ৮টি এসেছে আইপিএলে।

Advertisment

প্রায় ৮,০০০ রান কোহলি করেছেন শুধুমাত্র আইপিএলেই। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে টপ রান-স্কোরার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সবচেয়ে দ্রুত ১৩০০০ টি-২০ রান (ইনিংসে):

  • ৩৮১ – ক্রিস গেইল

  • ৩৮৬ – বিরাট কোহলি

  • ৪৭৪ – অ্যালেক্স হেলস

  • ৪৮৭ – শোয়েব মালিক

  • ৫৯৪ – কায়রন পোলার্ড

আরও পড়ুন- বেঙ্গালুরুর ৪র্থ উইকেটের পতন, ফিরলেন লিয়াম লিভিংস্টোন

এতকিছুর পরও কোহলির অবসর নিয়ে নানা জল্পনার জন্ম হয় মাঝে মধ্য়েই। বিরাট আগেই জানিয়ে দিয়েছেন, তিনি আরও খেলতে চান। অন্ততপক্ষে সামনের বিশ্বকাপ পর্যন্ত তো বটেই। আর সোমবার তাঁর অবসর নিয়ে যাবতীয় জল্পনা মুম্বইয়ের ঘরের মাঠে দুরন্ত ইনিংসে উড়িয়ে দিয়ে তিনি নিজেকে ফের ফিট প্রমাণ করে দিলেন। যাতে সাময়িকভাবে হলেও চাপা পড়ল তাঁর অবসর সম্পর্কে নানা কানাঘুঁষো খবর। সোমবার ২৯ বলে ৫১ রান করে অর্ধশতরান পূর্ণ করেন কোহলি। শেষ পর্যন্ত দলের ১৪৩ রানের মাথায় তিনি আউট হন। এর সঙ্গেই বেঙ্গালুরুর তৃতীয় উইকেটের পতন হয়। এদিন ৪২ বলে ৮টি চার এবং ২টি ছয়-সহ ৬৭ রান করে ফিরেছেন বিরাট। ম্যাচে হার্দিক পান্ডিয়ার বলে নমন ধীরের হাতে ধরা পড়েন। 

Indian Premier League (IPL) Royal Challengers Bengaluru Virat Kohli