/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/chahal.jpg)
রাহুলের সঙ্গে একান্তে গল্প করছিলেন চাহাল, আচমকাই হাজির কোহলি, তারপর!
ক্রিকেটকে আরও চিত্তাকর্ষক করে তুলতে বিসিসিআই নিত্যনতুন ভাবনা নিয়েই হাজির হয় বিভিন্ন সময়। টিম ইন্ডিয়ার সদস্যদের নিয়েই তারা প্রতিনিয়ত মজাদার কিছু উপস্থাপনা করে তারা। যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর সতীর্থদের সাক্ষাৎকারের পর্ব এখন সুপারহিট। দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন চাহাল। তাঁর প্রতিটি এপিসোডেই থাকে কিছু না কিছু নতুন।
এজবাস্টনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। স্বভাবতই ভারতীয় দলের মেজাজ একেবারে ফুরফুরে। এবার লোকেশ রাহুলের সঙ্গে সাক্ষাৎকার সারছিলেন চাহাল। তখনই তাঁদের পিছন দিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগিয়েছিলেন বিরাট কোহলি। চাহাল-রাহুলকে দেখে থেমে যান তিনি।
আরও পড়ুন: রায়ডুর খোলা চিঠিতে বিশেষ বার্তা কোহলিকে
SPECIAL: @yuzi_chahal & @klrahul11 recap Edgbaston win as captain @imVkohli makes a special appearance on our latest episode of Chahal TV - by @RajalArora ????????????
Watch the Full episode here ➡️➡️ https://t.co/um1un876qApic.twitter.com/w4bAphSGZ5
— BCCI (@BCCI) July 4, 2019
চাহাল দর্শকদের উদ্দেশে বলেন, "দেখুন কীভাবে চাহাল টিভি-তে ঢোকার চেষ্টা করছেন ভারতীয় দলের অধিনায়ক।" চাহালকে থামিয়ে কোহলি বলেন, "আমি আসতে চাই না। আমাকে রাহুল ডেকেছিল। তাই এসেছি।" এই শুনে চাহাল বললেন, "চাহাল টিভি-তে আসারা জন্য় লোকে এভাবেই স্কিম করে। এখানে আসার জন্য় সকলে মরিয়া হয়ে ওঠে।" বোর্ডের পক্ষ এই মজাদার ভিডিও টুইট করে বলা হয়েছে চাহাল টিভি-তে কোহলির বিশেষ উপস্থিতি। এই মজার ভিডিওটি শুট করেছে বিসিসিআই ও আইপিএল-এর সিনিয়র প্রোডিউসার রজল অরোরা।