Advertisment

Barinder Sran retires: ধোনির হাত ধরে টিম ইন্ডিয়ায় অভিষেক! আচমকা অবসরের সিদ্ধান্ত সুপারস্টারের

Barinder Sran retirement: ভারতীয় দলে একসময় বাঁ হাতি পেসারের প্রয়োজন হয়ে পড়েছিল। সেই সময়েই আশিস নেহরার বিকল্প হিসেবে বারিন্দার স্রানের দিকে নজর দিয়েছিলেন নির্বাচকরা

author-image
IE Bangla Sports Desk
New Update
Barinder Sran, retirement, বারিন্দার স্রান, অবসর,

Barinder Sran-retirement: স্রান ২০১৯ সালে তাঁর শেষ প্রথম শ্রেণির খেলা খেলেছেন। আর, ২০২১ সালে শেষ এ তালিকাভুক্ত ক্রিকেট খেলেছেন। (ছবি- টুইটার)

Barinder Sran retirement: আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন বারিন্দর স্রান। ৩১ বছর বয়সি বাঁহাতি মিডিয়াম-ফাস্ট বোলার ভারতের হয়ে ছ'টি ওডিআই এবং দুটি ওয়ানডে খেলেছেন। সবগুলোই ২০১৬ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে। অবসরের কথা জানিয়ে স্রান সোশ্যাল সাইটে লিখেছেন, 'ক্রিকেট আমাকে অসংখ্য ভালো অভিজ্ঞতা উপহার দিয়েছে। পেস বোলিং আমার জীবনে সৌভাগ্যকে দ্রুত টেনে এনেছিল। আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করতে পেরেছি। শেষ পর্যন্ত ২০১৬ সালে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমি যখন আনুষ্ঠানিকভাবে আমার অবসরের কথা জানাচ্ছি, তখন সেই সব সুদিনের কথা আমার মনে পড়ছে।' 

Advertisment

একইসঙ্গে এই পেস বোলার লিখেছেন, 'অবশ্য আমার আন্তর্জাতিক কেরিয়ার সংক্ষিপ্ত ছিল। তবে তৈরি হয়ে যাওয়া সেই সব স্মৃতিগুলো চিরকাল মনে থাকবে। আমি সঠিক কোচ এবং ম্যানেজমেন্টের সাহায্য পেয়েছি। এজন্য আমি সর্বশক্তিমানের কাছে চিরকৃতজ্ঞ। কোচ এবং ম্যানেজমেন্ট গোটা যাত্রাপথে আমাকে সমর্থন করেছে। আমার পাশে দাঁড়িয়েছে।'

আরও পড়ুন- টেবিল ফ্যান দিয়ে মাঠ শুকানোর চেষ্টা, ভারতের মাঠ নিয়ে বড় অভিযোগ আফগানিস্তান ক্রিকেট দলের

পার্থে এমএস ধোনির অধীনে ওয়ানডে অভিষেক হওয়ার সময় স্রান মাত্র আটটি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন। ৫০ ওভারের ফরম্যাটে তিনি ছয় ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন। বছরের শেষের দিকে, তিনি জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন। সেটা ধোনির নেতৃত্বে। সেটাই টি২০ ফরম্যাটে বারিন্দরের আত্মপ্রকাশ। তাঁর প্রথম খেলায় ১০ রানে ৪ উইকেট নেওয়ার জন্য ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন। সেই ম্যাচে জিম্বাবুয়ে ৯৯ রানে অলআউট হয়ে গিয়েছিল।

স্রান ২০১৯ সালে তাঁর শেষ প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। আর, ২০২১ সালে তাঁর শেষ এ তালিকাভুক্ত ম্যাচ খেলেছিলেন। এছাড়াও তিনি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে মোট ২৪টি আইপিএল ম্যাচ খেলেছেন। রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, কিংস ইলেভেন পঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্স- চারটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছেন। এই পেস বোলার ৯.৪০ ইকোনমি রেটে ১৮ উইকেট নিয়েছিলেন।

BCCI Mahendra Sing Dhoni Cricket News Team India
Advertisment