Advertisment

ফারুখের চা-মন্তব্যে এবার অনুষ্কাকে আড়াল করলেন বিরাট

অনুষ্কাকে নিয়ে বিরাটের বিড়ম্বনার শেষ নেই। অস্ট্রেলিয়া বিশ্বকাপে জাতীয় দল ব্যর্থ হওয়ার পরে অনুষ্কাকে সরাসরি সোশ্যাল মিডিয়ায় পনৌতি (অপয়া) বলে দেগে দেওয়া হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli Ansuhka Sharma

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (টুইটার)

কোহলির আনুগত্য পেতে নির্বাচকরা অনুষ্কাকে চায়ের কাপ এগিয়ে দেন, এমন মন্তব্য করে জোরদার বিতর্ক বাধিয়েছিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা ফারুখ ইঞ্জিনিয়ার। সেই মন্তব্যে অনুষ্কা প্রতিক্রিয়া জানালেও চুপ ছিলেন কোহলি। তবে বেশিদিন মৌনব্রত পালন করতে পারলেন না। এক ইভেন্টে পালটা মন্তব্য করেছেন কোহলিও। সাফ জানিয়ে দিয়েছেন, "নির্বাচকদের নিয়ে কোনও কিছু বলতে গিয়ে খামোখা অনুষ্কাকে এর মধ্যে জড়ানোর অর্থ কী!"

Advertisment

অনুষ্কাকে নিয়ে বিরাটের বিড়ম্বনার শেষ নেই। অস্ট্রেলিয়া বিশ্বকাপে জাতীয় দল ব্যর্থ হওয়ার পরে অনুষ্কাকে সরাসরি সোশ্যাল মিডিয়ায় পনৌতি (অপয়া) বলে দেগে দেওয়া হয়েছিল। এর পর একাধিকবার বিরাটকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, কটূক্তির শিকার হয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন বিশ্বকাপে অনুষ্কা শর্মার জন্য় চায়ের কাপ নিয়ে ঘুরছিল নির্বাচকরা: ফারুখ ইঞ্জিনিয়ার

তবে কোহলি এক ইভেন্টে জানিয়েছেন, "শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের মাত্র একটা ম্যাচ দেখতে এসেছিল অনুষ্কা। ফ্যামিলি বক্স ও নির্বাচকদের বক্স দুটো পৃথক। ফ্যামিলি বক্সে সেই সময় কোনও নির্বাচকও ছিলেন না। অনুষ্কা ওঁর দুই বন্ধুকে নিয়ে এসেছিল। আগেও বলেছি, ও পরিচিত। নিজের কেরিয়ারে সাফল্য পেয়েছে। তাই যখন কেউ অনুষ্কাকে জড়িয়ে মন্তব্য করে সেটা বেশি প্রচার পায়।"

পাশাপাশি কোহলির সংযোজন, "ওর সম্পর্কে কত কথাই বলা নয়, লেখা হয়। তবে ঘটনা হল, অনুষ্কার নিজস্ব বিশ্বাস রয়েছে। আর নিয়ম, প্রোটোকলের পেরিয়ে অনুষ্কা বিশেষ সুবিধাও পায় না। ও সফট টার্গেট হওয়ায় সকলে ওকে জড়িয়ে খবর সেনসেশনালাইজ করতে চায়। আমরা দুজনেই অনেকদিন বিষয়টি উপেক্ষা করে চলেছি।"

আরও পড়ুন বিরাটকে উষ্ণ আলিঙ্গন অনুষ্কার, ভিডিও ভাইরাল সোশ্যালে

দিলীপ বেঙ্গসরকারের অ্যাকাডেমিতে এসে ফারুখ ইঞ্জিনিয়ার নির্বাচকদের তোপ দেগেছিলেন। সরাসরি বিস্ফোরক মন্তব্যে বলেছিলেন, "এরা কি আদৌ যোগ্যতায় নির্বাচক হওয়ার যোগ্য? এরা কি কেউ ১০-১২টি টেস্ট খেলেছে, এমনকী একজন নির্বাচককে তো আমি চিনিই না। বিশ্বকাপের সময় একজনকে দেখলাম ভারতীয় দলের ব্লেজার পরে রয়েছে। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, কে আপনি? সে নিজেকে নির্বাচক বলে পরিচয় দিয়েছিল। বিশ্বকাপের সময় নির্বাচকরা অনুষ্কা শর্মাকে কাপের পর কাপ চা দিতেই ব্যস্ত ছিল।"

এমন মন্তব্যের পরে পালটা দিয়েছিলেন অনুষ্কা শর্মাও। বলে দিয়েছিলেন তিনি চা নয়, কফি পান করতেই বেশি পছন্দ করেন।

Read the full article in ENGLISH

Virat Kohli Anushka Sharma
Advertisment