Advertisment

Virat Kohli’s Tribute to Ravichandran Ashwin After Retirement: তোমার অবসরের কথায় কেঁদে ফেলেছিলাম, অশ্বিনকে আবেগে ভেসে চিঠি লিখলেন কিং কোহলি

Cricket Legend Virat Kohli Honors Ashwin with Emotional Message Post Retirement: দীর্ঘদিন জাতীয় দলে একসঙ্গে খেলেছেন। বুধবারের পর একজন হয়ে গেলেন প্রাক্তনী। আবেগে ভাসলেন কোহলি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli pens emotional note for Ashwin retirement

Virat Kohli pens emotional note for Ashwin retirement: অশ্বিনের অবসরে আবেগঘন বার্তা কোহলির (টুইটার)

Virat Kohli's Emotional Note for Ashwin After Retirement: 'বন্ধু' রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর আবেগভরা বার্তা দিলেন বিরাট কোহলি। ভারতের তারকা স্পিনার অশ্বিন বুধবার অস্ট্রেলিয়ার গাব্বা থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তারপরই অশ্বিন সম্পর্কে বার্তা দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার কোহলি।

Advertisment

তিনি ও অশ্বিন ১৪ বছর ধরে একসঙ্গে ভারতীয় দলে খেলেছেন। বহু উত্থান-পতন একসঙ্গে দেখেছেন। সেসব নিয়েই অশ্বিনের অবসরে রীতিমতো আবেগী বিরাট। বছর ৩৮-এর অশ্বিনের অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা জানার পর তাঁকে জড়িয়ে ধরেছিলেন কোহলি। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এরপর বিরাট সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমি তোমার সঙ্গে ১৪ বছর ধরে খেলেছি। তুমি যখন আজ অবসরের কথা জানালে, আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার পুরোনো কথাগুলো মনে পড়ছিল। আমি তোমার সঙ্গে সফরের দিনগুলো খুবই উপভোগ করেছি। তোমার ক্রিকেটীয় দক্ষতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা অসামান্য। তোমাকে ভারতীয় ক্রিকেট সর্বদা কিংবদন্তি হিসেবেই মনে রাখবে। ঈশ্বর তোমার মঙ্গল করুক, এই কামনাই করি। তোমার ঘনিষ্ঠ এবং অনুরাগীদের প্রতি রইল আমার গভীর ভালোবাসা।'

আরও পড়ুন: অবসর নিতে চলেছেন ক্যাপ্টেন রোহিত-ও! গাব্বা টেস্টের পরেই বিরাট বোমা গাভাসকারের

Advertisment

অফ-স্পিনার অশ্বিনের এই অবসর গ্রহণের সিদ্ধান্ত রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে অশ্বিন তাঁর অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সেখানে অশ্বিন বলেন, 'একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এটাই আমার শেষ দিন। আমি অনেক মজা করেছি। রোহিত এবং আমার বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। ইতিমধ্যেই আমরা কয়েকজনকে হারিয়ে ফেলেছি। আমরা সেই পুরোনো মুখদের শেষ মুখগুলো। আমি এই দিনটাকেই আমার অবসরের দিন হিসেবে ঘোষণা করলাম।'

লাল বলের ক্রিকেটে অশ্বিন ১০৬টি টেস্ট খেলেছেন। ৩৭ বার পাঁচটি করে উইকেট নিয়েছেন। মোট ৫৩৭টি উইকেট রয়েছে অশ্বিনের ঝুলিতে। ব্যাট হাতেও তাঁর পারফরম্যান্স অনবদ্য। তিনি ৩,৫০৩ রান করেছেন। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। এমনটাই এককথায় স্বীকার করে নেন বিশেষজ্ঞরা।

Team India Team-India Virat Kohli Ravichandran Ashwin Border-Gavaskar Trophy Indian Team Team India Indian Cricket Team India Cricket Team
Advertisment