Advertisment

ICC Cricket World Cup 2019: রানির সঙ্গে দেখা হল 'রাজা'র

বুধবার ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পরেই দশ অধিনায়ক চলে গিয়েছিলেন রানির আমন্ত্রণ রক্ষা করতে। ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে দেখল চাঁদের হাট।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli, Eoin Morgan and other captains meet Queen Elizabeth ahead of World Cup opener - See pics

রানির সঙ্গে দেখা হল 'রাজা'র (ছবি-টুইটার/বিসিসিআই)

লন্ডনে বিশ্বকাপ। সেখানকার রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর রাজমহলে অতিথিদের ডাকবেন না, সেটা হতেই পারে না। ক্রিকেটের শো-পিস ইভেন্টে অংশগ্রহণকারী ১০ দেশেরই অধিনায়করা হাজির ছিলেন বাকিংহ্যাম প্যালেসের গার্ডেন পার্টিতে।

Advertisment

দ্বিতীয় এলিজাবেথের ও প্রিন্স হ্যারির সঙ্গেই দেখা করলেন ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসিস, পাকিস্তানের সরফরজ আহমেদ, বাংলাদেশের মাশরাফি মোর্তাজা, আফগানিস্তানের গুলাবুদ্দিন নবি শ্রীলঙ্কার ও দিমুথ করুনারত্নে।



আরও পড়ুন: ব্যাট হাতে ভারতকে বিঁধলেন মালালা, ভাল চোখে দেখল না টুইটার

বুধবার ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পরেই দশ অধিয়াক চলে গিয়েছিলেন রানির আমন্ত্রণ রক্ষা করতে। ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে দেখল চাঁদের হাট। ক্রিকেটার আর সেলিব্রিটিদের উপস্থিতিতে স্মরণীয় হয়ে থাকল বিশ্বকাপের দ্বাদশতম সংস্করণের কার্টেন রেজার। ৬০ সেকেন্ডের একটি গলি ক্রিকেটের আয়োজন করেছিল আইসিসি। অংশগ্রহণকারী ১০ দেশের ক্রিকেটার ও সেলেবরা সেই ম্যাচে অংশ নেন। বাকিংহ্যাম প্যালেসের সামনের রাস্তায় খেলা এই ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে ও অভিনেতা ফারহান আখতার।

Virat Kohli ICC Cricket World Cup
Advertisment