KKR vs RCB: কেকেআর বনাম আরসিবি ম্যাচ, বড় মাইলস্টোনের সামনে বিরাট কোহলি!

As KKR faces RCB, Virat Kohli is set to achieve another major milestone in his career. কেকেআর বনাম আরসিবির হাইভোল্টেজ ম্যাচে বিরাট কোহলি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন ছুঁতে চলেছেন।

As KKR faces RCB, Virat Kohli is set to achieve another major milestone in his career. কেকেআর বনাম আরসিবির হাইভোল্টেজ ম্যাচে বিরাট কোহলি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন ছুঁতে চলেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli-RCB: বিরাট কোহলি-সহ আরসিবির অন্যরা

Virat Kohli-RCB: বিরাট কোহলি-সহ আরসিবির অন্যরা। (ছবি- আরসিবি)

Virat Kohli Gears Up for a Historic Milestone Against KKR! আইপিএল ২০২৪ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর তারই মধ্যে কেকেআর বনাম আরসিবির হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনা চরমে উঠল। এই ম্যাচ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। যেমন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির জন্য এই ম্যাচ হতে চলেছে এক বিশেষ মাইলস্টোনের সাক্ষী। 

Advertisment

বিরাট কোহলি ইতিমধ্যেই আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান। এবারের ম্যাচে তিনি যদি নির্দিষ্ট সংখ্যক রান করতে পারেন, তাহলে আরও একটি বড় রেকর্ড গড়বেন। কোহলির ফর্মও দারুণ, শেষ কয়েকটি ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড়ও বেশ চমকপ্রদ, যা আরসিবি ভক্তদের কাছে স্বস্তির ব্যাপার।

অন্যদিকে, কেকেআরও চাইছে এই ম্যাচে কোহলিকে দ্রুত ফেরাতে। নাইটদের স্পিন অ্যাটাক এবং নাইট পেসাররা কোহলির পরীক্ষা নিতে এখন রীতিমতো তৈরি। তবে অভিজ্ঞ কোহলি চাপ সামলাতে জানেন এবং বড় মঞ্চে পারফর্ম করার জন্যই তিনি পরিচিত। তাই এই ম্যাচ শুধুমাত্র দুই দলের জন্য নয়, বরং কোহলির ব্যক্তিগত কেরিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ। তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তিনি এই মাইলস্টোন স্পর্শ করবেন।

Advertisment

ঠিক কোন মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট?

আজ, শনিবার- আইপিএলের উদ্বোধনী ম্যাচটি খেললে বিরাট হবেন তৃতীয় ভারতীয় ক্রিকেটার, যিনি ৪০০টি টি-২০ ম্যাচে খেলবেন। ভারতীয় কিংবদন্তি বিরাট বর্তমানে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ৩৯৯টি ম্যাচ খেলেছেন। এই তালিকায় তিনি রোহিত শর্মা (Rohit Sharma) ও দীনেশ কার্তিকের (Dinesh Karthik) পরেই আছেন। ৪৪৮টি টি-২০ ম্যাচ খেলে তালিকার শীর্ষে আছেন রোহিত, ৪১২ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন কার্তিক। তার পরেই রয়েছে কোহলি। আর, কোহলির ঠিক পরেই, চার নম্বরে রয়েছেন এমএস ধোনি (MS Dhoni), যিনি ৩৯১টি ম্যাচ খেলেছেন। 

আরও পড়ুন- ফেভারিট রিঙ্কুকে চুমু, রাহানে-বেঙ্কিদের জাদু কী ঝাপ্পি – আইপিএলের আগে কেকেআর শিবিরে 'ডন' শাহরুখ খান!

এই মাইলস্টোন স্পর্শ করার মুখে দাঁড়িয়ে কোহলি ফের ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন। তিনি অনুশীলনে এসেছিলেন। এক ছোট ভক্ত বহুক্ষণ ধরে চেষ্টা করছিল, বিরাট কোহলির দৃষ্টি আকর্ষণ করতে, আর শেষ পর্যন্ত তা কোহলির নজরে আসে। এরপর তিনি শিশুটির হাতে থাকা পোর্ট্রেটটিতে সই করেন, যা ওই শিশুর স্বপ্ন পূরণ করেছে! 

এই হৃদয়ছোঁয়া ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ভক্তটি তার হাতে আঁকা কোহলির একটি পোর্ট্রেট উঁচিয়ে ধরে রেখেছে, আর কোহলি তার নিষ্পাপ আবেগে সাড়া দিয়ে আনন্দের সঙ্গে অটোগ্রাফ দিয়েছেন। যাতে মুহূর্তের মধ্যে শিশুটির মুখে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে।

KKR Indian Premier League (IPL) Eden Gardens Virat Kohli RCB