Advertisment

বিরাটকে এবার খোঁচা গম্ভীরের, রোহিত-ধোনির জন্যই সফল কোহলি

বিরাট কোহলিকে ফের একবার আক্রমণ করলেন গম্ভীর। রোহিত শর্মাকে সংশাপত্র দিলেন নেতা হিসেবে। টেস্টেও রোহিতকে দীর্ঘমেয়াদীভাবে ওপেনিং করানোর বার্তা দিলেন বাঁ-হাতি তারকা ক্রিকেটার।

author-image
IE Bangla Web Desk
New Update
gambhir and kohli

বিরাট কোহলিকে খোঁচা দিলেন গম্ভীর (টুইটার)

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট অধিনায়ক হিসেবে এত সফল। নেপথ্যে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি-র মতো দুই নেতার উপস্থিতি। এমনটাই মনে করেন গৌতম গম্ভীর। দুই ফর্ম্যাটের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আবার রোহিত শর্মা আইপিএল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। চারবার মুম্বইকে আইপিএল জিতিয়ে নিজের নেতৃত্বের ছাপ রেখেছেন রোহিত। এই দুই সফল অধিনায়কত্বের গুণেই এত সফল কোহলি।

Advertisment

বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে গিয়ে গম্ভীর সাফ জানিয়ে দেন, "কোহলিকে এখনও অনেক দূর যেতে হবে। ইংল্যান্ডে বিশ্বকাপে ভাল অধিনায়কত্ব করেছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি দারুণভাবে অধিনায়কত্ব করেন। কারণ, স্কোয়াডে ধোনি, রোহিত শর্মার মতো দু-জন রয়েছে।"

আরও পড়ুন ধোনির ভবিষ্য়ত নিয়ে নির্বাচক আর বিরাট সিদ্ধান্ত নিক: সৌরভ গঙ্গোপাধ্য়ায়

এর পরেই কোহলিকে নিয়ে গম্ভীরের বক্তব্য, "অধিনায়ক হিসেবে তুমি কতটা সফল, তা ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে বোঝা যায়। সেই সময়েই তোমাকে নেতা হিসেবে প্রমাণ করতে হবে যখন সাপোর্টিং প্লেয়ারদের পাশে পাওয়া যায়না।" ঘটনা হল, আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি সফল হলেও আরসিবি-র জার্সিতে ডাহা ফেল ক্যাপ্টেন কোহলি। টানা বেঙ্গালুরু ফ্র্য়াঞ্চাইজিকে নেতৃত্ব দিলেও এখনও পর্যন্ত ট্রফি অধরা কোহলিদের। সেই প্রসঙ্গেই হালকা খোঁচা দিয়ে গম্ভীর আরও বলেছেন, "রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কেমন নেতৃত্ব দেন! ধোনি সিএসকের জার্সিতে কেমন অধিনায়কত্ব করেন, সেটা সবাই জানে। তবে আরসিবি-র সঙ্গে নেতৃত্বের তুলনা করা হলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।"

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: মগডালে স্মিথ, দুয়ে বিরাট

নেতা রোহিত শর্মাকে সংশাপত্র দেওয়ার পাশাপাশি টেস্টে ওপেনার হিসেবেও মুম্বইকরকে চাইছেন গম্ভীর। ক্যারিবিয়ান সিরিজে লোকেশ রাহুল টানা ব্যর্থ হওয়ার পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ওপেনার হিসেবে আবির্ভাব ঘটবে হিটম্যানের। তার আগে গম্ভীর জানাচ্ছেন, "লোকেশ রাহুল যথেষ্ট সুযোগ পেয়েছে। এবার টেস্টে রোহিতকে ওপেনিংয়ে নামানোর সময় হয়েছে। যদি রোহিতকে স্কোয়াডে নেওয়া হয়, তাহলে প্রথম একাদশে সুযোগ দিতেই হবে, শুধু ১৫-১৬ জনের স্কোয়াডে রাখলে চলবে না। ও এতটাই ভাল ক্রিকেটার যে রিজার্ভ বেঞ্চে বসে থাকাটা প্রাপ্য নয়।"

Read the full article in ENGLISH

Virat Kohli Gautam Gambhir
Advertisment