Advertisment

Virat Kohli: কোহলিকে একঝলক দেখার তাড়না! অস্ট্রেলিয়ার গাছে উঠলেন সমর্থকরা, দেখুন সিরিজ শুরুর আগেই চরম উন্মাদনা

Border Gavaskar Trophy: কোহলিকে নিয়ে মাতোয়ারা অস্ট্রেলিয়া, এবার সীমা ছাড়ালেন সমর্থকরা। দেখে রীতিমতো তাজ্জব, ক্রিকেট দুনিয়ার প্রথমসারির ভক্তরাও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kohli, Supporter, কোহলি, সমর্থক

Kohli-Supporter: কোহলির সমর্থকদের সংখ্যা বিরাট। (ছবি: ফক্স ক্রিকেট ভিডিও স্ক্রিনগ্র্যাব)

Virat Kohli fans in Australia: বিরাট কোহলিকে একঝলক দেখতে গাছেই চেপে বসলেন ভক্ত। বর্ডার-গাভাসকার ট্রফিতে খেলার জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন কোহলি। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হবে ২২ নভেম্বর, পার্থ-এ। এই সিরিজ কোহলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দেশে শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে তিনি ব্যর্থ হয়েছেন।

Advertisment

তারপরও অতীতের পরিসংখ্যানকে মাথায় রেখে ভক্তদের কোহলিকে নিয়ে মাতামাতি কমেনি। আর, তারই নমুনা এবার পাওয়া গেল আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির আগেই। কোহলি কীভাবে অনুশীলন করলেন, তা স্বচক্ষে দেখতে উৎসাহের অন্ত ছিল না ভক্তদের মধ্যে।

এনিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে কোহলির অনুশীলন দেখতে গাছে চড়ে বসেছেন এক ভক্ত। সেই পোস্টে লেখা হয়েছে, 'টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে পার্থ-এর অনুশীলনে বিরাট কোহলিকে প্রথমবার দেখা। রাজাকে একঝলক দেখতে কিছু সমর্থক অতিরিক্ত পরিশ্রম করলেন।'  

আরও পড়ুন- হারের ধাক্কায় ভয় পেয়েছে গম্ভীর! টিম ইন্ডিয়া হেড কোচকে নিয়ে আবার-ও চরম মন্তব্য পন্টিংয়ের

অস্ট্রেলিয়াতে কোহলি অতীতে ভালো রান করেছেন। কিন্তু, এবার তিনি ভালো খেলতে না পারলে, তাঁর টেস্ট দলে জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে উঠতে পারে। কারণ, অনেক নতুন ভালো খেলোয়াড় ইতিমধ্যেই উঠে এসেছেন। তাঁরা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের জায়গা কেড়ে নিতে পারেন। তবে, সমর্থকরা সেসব জানেন না। তাঁরা মনে করেন যে কোহলি ফের বড় রান করতে পারেন। 

পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচ পার্থ-এ ২২ নভেম্বর। দ্বিতীয় ম্যাচ হবে অ্যাডিলেডে ৬ ডিসেম্বর। তৃতীয় ম্যাচ হবে ১৪ ডিসেম্বর, ব্রিসবেনে। চতুর্থ ম্যাচ হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে। পঞ্চম টেস্ট হবে ৩ জানুয়ারি, সিডনিতে।

Indian Cricket Team Virat Kohli Border-Gavaskar Trophy Cricket News
Advertisment