Advertisment

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ কোহলির, অভিযোগের পরেই মিলল 'শাস্তি'

কোহলির জরিমানা একদমই কম, তাহলেও এই ঘটনা প্রকাশ্যে এসেছে। চলতি গ্রীষ্মে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি-র আশেপাশে।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli on new orange jersey

দেশের 'কমলা' অভিষেকের আগে কোহলি বললেন গর্বের রঙ নীল (ছবি-টুইটার)

সময়টা একটু গড়বড়ে কোহলির কাছে। আইপিএল থেকে ব্যাটে সেভাবে রান নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারত জিততেও কোহলির ব্যাট কথা বলেনি। এর মধ্যেই খবর, কোহলির জরিমানা হয়েছে। পানীয় জলের অপচয় করায় জরিমানার অঙ্ক গুনতে হচ্ছে ক্যাপ্টেন কোহলিকে। জরিমানার অঙ্কটাও হাস্যকর রকমের। মাত্র ৫০০ টাকা।

Advertisment

কোহলি ইংল্যান্ডে থাকলেও অবশ্য ঘটনা ভারতে। কোহলির গুরগাঁওয়ের বাড়িতে। সেখানে পানের জন্য নির্দিষ্ট জল নিয়েই কোহলির গাড়ি পরিষ্কার করছিলেন তাঁর গাড়িচালক ও কর্মীরা। ঘটনাটি নজরে এলে কোহলির প্রতিবেশীরা গুরগাঁও মিউনিসিপ্যাল কর্পোরেশনে অভিযোগ জানান। তারপরেই ঘটনার সত্যতাসত্য যাচাই করতে কোহলির বাড়িতে যান পুর-কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পরেই জরিমানা করা হয় কোহলির গাড়িচালককে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার জন্য সতর্কও করা হয়েছে।

আরও পড়ুন

নেইমার কি ধর্ষণ করেছিলেন? বিস্ফোরক ভিডিও ফাঁস করলেন তরুণী

যদিও কোহলির জরিমানা একদমই কম, তাহলেও এই ঘটনা প্রকাশ্যে এসেছে। চলতি গ্রীষ্মে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি-র আশেপাশে। চরম দাবদাহে পানীয় জলের ঘাটতি বরাবরই থাকে। এবারেও তাই। তাই অনেক স্থানে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। পানীয় জল অপব্য়বহারে জরিমানাও হয়ে থাকে।

সেই নিয়ম মেনেই কোহলির জরিমানা। তবে পুরসভাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধু কোহলিরই নয়, তাঁর আরও দশ প্রতিবেশীরও এমন জরিমানা হয়েছে।

যাইহোক, এই ঘটনা বাদ দিলে, কোহলি আপাতত ফোকাস করছেন রবিবারের অস্ট্রেলিয়া ম্যাচে। সেই ম্যাচে ব্যাট হাতে রান করতে মরিয়া তিনি।

Virat Kohli ICC Cricket World Cup
Advertisment