Advertisment

বারবার খেলা বন্ধে চোটের সম্ভাবনা বাড়ে, জানিয়ে দিলেন বিরক্ত কোহলি

প্রথম ম্যাচে বৃষ্টির জন্য ওভার কমিয়ে ৪৩ ওভার করা হয়েছিল। তারপরে ৩৪ ওভারে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছিল। তাতেও ম্যাচ রক্ষা পায়নি বৃষ্টির হাত থেকে। ১৩ ওভার শেষে যখন ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে মাত্র ৫৪ তুলেছে, সেই সময়েই ম্যাচ বাতিল।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs West Indies Live Streaming, When and Where to Watch IND vs WI 2019 Live Match Telecast

India vs West Indies Live Streaming, When and Where to Watch IND vs WI 2019 Live Match Telecast

টি টোয়েন্টিতে বিনা পরিশ্রমেই সিরিজ জয় সম্পন্ন। তা-ও আবার হোয়াইটওয়াশ করে। তবে ওয়ান ডে সিরিজের শুরুতেই বিপত্তি। বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছে গায়ানায় প্রথম ওয়ান ডে। বিশ্বকাপ থেকেই বৃষ্টি তাড়া করছে ভারতীয় দলকে। টি টোয়েন্টি সিরিজের শুরুতেও ফ্লোরিডায় বৃষ্টি মাথায় নিয়ে খেলতে হয়েছে। এর মধ্যেই প্রথম ওয়ান ডে বাতিলে বেশ বিরক্ত অধিনায়ক কোহলি। তিনি সাফ জানিয়ে দিলেন, হঠাৎ করে শুরু কিংবা বন্ধ হয়ে যাওয়া ক্রিকেটের সবথেকে ক্ষতিকর দিক। এতে চোটের সম্ভবনা বাড়তে পারে।

Advertisment

প্রথম ম্যাচে বৃষ্টির জন্য ওভার কমিয়ে ৪৩ ওভার করা হয়েছিল। তারপরে ৩৪ ওভারে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছিল। তাতেও ম্যাচ রক্ষা পায়নি বৃষ্টির হাত থেকে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। ১৩ ওভার শেষে যখন ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে মাত্র ৫৪ তুলেছে, সেই সময়েই ম্যাচ বাতিল করে দেওয়া হয়। ম্যাচ শেষে বিরক্তি উগরে দেন কোহলি, "ক্রিকেটে এটাই সম্ভবত সবথেকে খারাপ দিক। খেলা এই শুরু এই বন্ধ! যত বিরতি নিতে হবে, ততই মাঠে চোটের বিষয়ে যত্নবান হতে হবে। এর মধ্যে কোনও কোনও পিচ সত্যি সত্যি পরীক্ষা নেয় ব্যাটসম্যানের।"

আরও পড়ুন

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে

খানা-পিনায় মজে বিরুষ্কা, সঙ্গী আরেক ভারতীয় ক্রিকেটার

ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে কোহলির ব্য়াটে ভাঙতে পারে এই তিনটি রেকর্ড

তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়। আগামী রবিবার ১১ অগাস্ট ও বুধবার ১৪ অগাস্ট সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে। তারপর টানা একসপ্তাহের বিশ্রামের শেষে ২২ তারিখ থেকে প্রথম টেস্ট শুরু অ্যান্টিগায়। এরপর ৩০ তারিখ থেকে ফের দ্বিতীয় টেস্ট জামাইকাতে।

ক্যারিবিয়ান সফরের চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে ক্যাপ্টেন কোহলি জানান, "কোনও কোনও পিচে ভালমতো পেস এবং বাউন্স থাকে। তবে অন্য পিচ বেশ মন্থর হয়ে থাকে। তাই পিচের চরিত্র অনুযায়ী ব্যাটিং করতে হয়।" প্রথম ওয়ান ডে বাতিল হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ওয়ান ডে রবিবার পোর্ট অফ স্পেনে। সেই ম্যাচ জিতলেই সিরিজে ১-১ ফলাফলে এগিয়ে যাবেন কোহলিরা। টানা দু-ম্যাচ জিতে টিম কোহলি টি টোয়েন্টির পরে ওয়ান ডে-র তাজও দখল করতে পারে কিনা, সেটাই আপাতত দেখার।

Read the full article in ENGLISH

cricket Virat Kohli West Indies
Advertisment