Virat Kohli, Akash Deep: ভারতীয় পেসারকে নতুন ব্যাট উপহার দিয়ে উষ্ণ প্রতিক্রিয়া পেলেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি। এটা ঘটেছে, ভারতীয় দলের পেসার আকাশদীপ লেজেন্ড ক্রিকেটার বিরাট কোহলির থেকে নতুন ব্যাট উপহার পাওয়ার পর। সামনেই বাংলাদেশ টেস্ট সিরিজ। তার ঠিক আগে বিরাটের ব্যাট পেলেন আকাশদীপ। তারই জবাবে ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা জানিয়েছেন আকাশদীপ। বাংলার খেলোয়াড় আকাশদীপ ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। রঞ্জি ট্রফিতে ৪১ উইকেট পেয়েছেন তিনি। এবার জাতীয় দলের হয়ে বড় কিছু করে দেখাতে চান ঘরোয়া ক্রিকেটের এই তারকা।
গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজ দিয়ে আকাশদীপের ভারতীয় জাতীয় দলে অভিষেক হয়েছিল। সেই হোম সিরিজের পর ফের আরেকটা হোম সিরিজে তিনি জাতীয় দলের হয়ে দেশের মাটিতে খেলতে চলেছেন। সেই বাংলাদেশ সফরের আগেই আকাশদীপকে ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেয়ে আকাশদীপ ইনস্টাগ্রামে লিখেছেন, 'থ্যাংক, বিরাট কোহলি ভাইয়া'। এই ব্যাট উপহার তাঁর ক্রিকেট কেরিয়ারে এক বিরাট মুহূর্ত বলেও জানিয়েছেন বাংলা তথা ভারতীয় দলের পেসার।
বিরাট কোহলির সম্পর্কে বলা হয়, তিনি শুধু ক্রিকেট ময়দানই নয়। ময়দানের বাইরেও তিনি জুনিয়র ক্রিকেটারদের কাছে ছাতার মত ভূমিকা নেন। এর আগেও তাঁকে বারবার ভারতের জুনিয়র ক্রিকেটারদের ব্যাট উপহার দিতে দেখা গিয়েছে। এর আগে তিনি উঠতি তারকা রিংকু সিংকেও ব্যাট উপহার দিয়েছিলেন। সেই সময় রিংকু সিংকেও দেখা গিয়েছিল বিরাট কোহলির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে।
ঘরোয়া ক্রিকেটে ভালো ফল করার জন্য আকাশদীপ দীর্ঘদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন। বাংলার পেসার তাঁর সেই দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছেন। তাঁর সাফল্যের ইতিহাসটা বেশ আকর্ষণীয়। রঞ্জি ট্রফিতে ২০২২-২৩ মরশুমে ৪১ উইকেট নেওয়ার পরই আকাশদীপ ক্রিকেট বিশেষজ্ঞদের বিশেষ নজরে পড়েন। রঞ্জিতে আকাশদীপের দুর্দান্ত পারফরম্যান্স বাংলাকে ফাইনালে তুলেছিল। ফলে, জাতীয় দলে আকাশদীপের সুযোগ পাওয়াটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা।
আরও পড়ুন- IPL-এ কি লখনৌয়ের সঙ্গে সম্পর্কছেদ! তিন শব্দে জল্পনার আগুন লাগালেন কেএল রাহুল
সম্প্রতি দলীপ ট্রফিতে ইন্ডিয়া এ দলের হয়েও আকাশদীপ সাফল্য পেয়েছেন। যা নজর কেড়েছে নির্বাচকদের। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও আকাশদীপ ভালো কিছু করে দেখাতে চাইছেন। ২৭ বছর বয়সি পেসার সেই সুযোগ পাবেন আসন্ন বাংলাদেশ সিরিজে। তার আগেই কোহলির উপহার যে তাঁকে রীতিমতো অনুপ্রাণিত করল, তা সহজেই অনুমেয়।