/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/Virat-Kohli-2.jpg)
কোহলির বয়স কমল, উচ্চতা বাড়ল!(ছবি টুইটার)
প্রতিবেদনের শিরোনাম দেখে যদি চমকে গিয়ে থাকেন, তাহলে বিরাট কোহলির উইকিপিডিয়া পেজ দেখলে চোখ কপালে উঠত আপনার। গত সোমবার বিরাট কোহলির জন্মদিন ছিল। তিরিশে পা দিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। সারা দেশ জুড়ে বাইশ গজের রাজার জন্মদিন সেলিব্রেট করেছিলেন ফ্যানেরা। সাধারণ থেকে সেলেবের শুভেচ্ছায় ভেসে গিয়েছিলেন কোহলি। আর সেইদিনই কোহলির উইকিপিডিয়া পেজ কামাল করেছিল দফায় দফায়।
See what have they done in Wikipedia pic.twitter.com/W6zZguEduf
— Charith Bhandary (@BhandaryCharith) November 4, 2018
Correct this on Wikipedia pic.twitter.com/WroGdMtkcN
— Charith Bhandary (@BhandaryCharith) November 4, 2018
@imVkohlihttps://t.co/RgyIZY31PO
I think wikipedia had drunken...
Any wish you many more happy returns of the day bhsi???????? pic.twitter.com/FIybrhq2Wu— Kamesh V (@KameshV45) November 4, 2018
@Wikipedia make correction of @imVkohli height, happy bday @imVkohlipic.twitter.com/LaVPyAakYK
— ಜಗದೀಶ್ ಪಾಟೀಲ್ (@jaggi1435) November 4, 2018
বিভিন্ন সময় সেই পেজে কোহলিকে নিয়ে যা সব আপডেট পাওয়া গিয়েছিল, তা দেখতে পেলে স্বয়ং কোহলিও ভিমড়ি খাবেন। বছর তিরিশের কোহলির বয়স কমিয়ে লেখা হয়েছিল ন’বছর। তাঁর উচ্চতা পৌঁছে গিয়েছিল ৯৯ ফুট ৯ ইঞ্চিতে। এমনকি কোহলির ডাকনাম বদলে গেল বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে। চিকুর বদলে লেখা হলো বীরু। আসলে উইকিপিডিয়ায় প্রায় সবাই এডিট করতে পারেন। ফলে কোহলির জন্মদিনেই এই মজা চলেছিল। যদিও পরে পেজটি এডিট করে ঠিক করে দেওয়া হয়। যদিও টুইটারাত্তিরা ভুলভাল তথ্যেরই স্ক্রিনশট তুলে রেখেছিলেন। অনেকে আবার উইকিপিডিয়াকে মদ্যপ বলতেও ছাড়ল না।
আরও পড়ুন:বিশেষ দিনে কোহলিকে কী বললেন অনুষ্কা! শুভেচ্ছা বার্তায় ভাসলেন ক্রিকেটের কিং
কোহলি চলতি আগুনে ঝলসেছে কোহলির ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ১০ হাজার রান পূরণ করেছেন তিনি। উইন্ডিজের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজেও বিরাটের ব্যাট থেকে এসেছিল ১৮৪ রান। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে শুরুটাই দুরন্ত মেজাজে করেছিলেন তিনি। প্রথম ওয়ান-ডে ম্যাচে ১৪০ করার পর দ্বিতীয় ওয়ান-ডে-তে ১৫৭ করেন তিনি। এমনকি তৃতীয় ওয়ান-ডে ম্যাচেও কোহলি শতরান করেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১০৭। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টানা তিনটি ওয়ান-ডে ম্যাচে শতরানের নজির গড়েছিলেন তিনি।