scorecardresearch

পন্টিংয়ের মত কিংবদন্তির সঙ্গেও কোহলির অভব্যতা! ‘অভিযোগ’ করলেন অশ্বিন

অস্ট্রেলিয়ায় আপাতত অশ্বিন দলের সঙ্গে উড়ে যাবেন। টেস্টের স্কোয়াডে রয়েছেন তারকা এই স্পিনার। ১৬ ডিসেম্বর ইন্দো-অজি সিরিজের প্রথম ম্যাচ।

পন্টিংয়ের মত কিংবদন্তির সঙ্গেও কোহলির অভব্যতা! ‘অভিযোগ’ করলেন অশ্বিন

বিরাট কোহলি কি বদলে গিয়েছেন? রবিচন্দ্রন অশ্বিন বলছেন একদম নয়। প্রত্যেক আইপিএল মরশুমে বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়ানো অভ্যেস করে ফেলেছেন বিরাট কোহলি। এবার কোহলি ঝামেলায় জড়িয়েছিলেন স্বয়ং রিকি পন্টিংয়ের সঙ্গে। আইপিএলের সময় এই ঘটনা ফাঁস না হলেও সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে এনেছেন অশ্বিন।

আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন এই কান্ড ঘটে। পিঠে ব্যথার কারণে ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হন অশ্বিন। ফলে ম্যাচ আচমকা বন্ধ হয়ে যায়। স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় আম্পায়ারের সঙ্গে কিছু এই বিষয়েই তর্ক বিতর্ক জুড়েছিলেন বিরাট। তারপরেই রিকি পন্টিং কোহলির আপত্তির প্রতিবাদ জানান। তারপরেই কিংবদন্তি অজির সঙ্গে বচসায় জড়ান বিরাট।

আরো পড়ুন: একেই বলে টিমম্যান! নিজের উইকেট দিয়েও বাঁচালেন রোহিতের ‘জীবন’, অবাক কীর্তি সূর্য-র

মুম্বই ইন্ডিয়ান্স ট্রফি জেতার পর নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানিয়েছেন, “ওই ম্যাচে দৌড়ানোর সময় আমার পিঠে ব্যথা হচ্ছিল। এমআরআই করাতে হয় সেইজন্য। দেখা যায় স্নায়ুতে সমস্যা রয়েছে। তাই বোলিং করার পর মাঠ ছাড়তে হয়। রিকি যেমন কোনো লড়াই সহজে ছাড়ে না। তারপর আরসিবিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওরা বলে আমরা মোটেই এরকম নই। মুহূর্তের উত্তেজনায় এমন ঘটেছিল।”

প্লে অফে অশ্বিন আইপিএলে প্রথমবার কোহলিকে আউট করেন। কোহলিকে আউট করার প্রসঙ্গে অশ্বিন জানান, “বিরাটকে বল করা সমসময় পছন্দ করি। ও আমার বিরুদ্ধে সতর্ক থাকে। আমাকে উইকেট ছুড়ে দেয়নি কোনোদিন। এই বিষয়ে ওর মধ্যে গর্ববোধও রয়েছে। ২০১৬-তে ওকে অফ স্ট্যাম্পের বাইরে ফাঁদ পেতেছিলাম। তবে অঙ্কিত শর্মা ক্যাচ ফেলে দিয়েছিল। তারপর থেকে সবাই আমাকে বলত, কখনো কোহলির উইকেট পাইনি। অবশেষে সেটা এবারই হল। বেশ দারুণ অভিজ্ঞতা হল।”

অস্ট্রেলিয়ায় আপাতত অশ্বিন দলের সঙ্গে উড়ে যাবেন। টেস্টের স্কোয়াডে রয়েছেন তারকা এই স্পিনার। ১৬ ডিসেম্বর ইন্দো-অজি সিরিজের প্রথম ম্যাচ। দিন রাতের টেস্ট দিয়ে শুরু এই সিরিজের।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Virat kohli had heated argument with ricky ponting reveals ravi ashwin