Virat Kohli: ‘কোহলি স্টাইল বদলেছে, তারপরও আইপিএল ২০২৫-এ দুর্দান্ত খেলবে’, বিরাট দাবি কিংবদন্তি ক্রিকেটারের

IPL 2025: কেন উইলিয়ামসনের মতে, বিরাট কোহলির ব্যাটিংয়ের স্টাইলটা বদলে গেছে। কিন্তু, তারপরও আইপিএল ২০২৫-এ দুর্দান্ত খেলবেন এই কিংবদন্তি ক্রিকেটার।

IPL 2025: কেন উইলিয়ামসনের মতে, বিরাট কোহলির ব্যাটিংয়ের স্টাইলটা বদলে গেছে। কিন্তু, তারপরও আইপিএল ২০২৫-এ দুর্দান্ত খেলবেন এই কিংবদন্তি ক্রিকেটার।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB-Kohli: গতবছর ১৫টি ইনিংসে অরেঞ্জ ক্যাপ জিতেছেন কোহলি

RCB-Kohli: গতবছর ১৫টি ইনিংসে অরেঞ্জ ক্যাপ জিতেছেন কোহলি। (ছবি- বিসিসিআই)

Kane Williamson: ‘Virat Kohli’s Style Has Changed, But His Impact in IPL 2025 Will Be Massive’: গত কয়েকবারের মত এবারের আইপিএলেরও অন্যতম আকর্ষণ ব্যাটসম্যান বিরাট কোহলি। ৩৬ বছর বয়সি কোহলি ফের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ব্যাটিং লাইনআপের নেতৃত্ব দেবেন। তাঁর ব্যাটিং শৈলীর কিছু পরিবর্তন এসেছে মধ্যেখানে। তাতে অবশ্য বিরাটের খেলার মান কমবে না। বরং তাঁর রানের খিদে আগের মতই রয়েছে। এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। 

Advertisment

কোহলি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন। ওই ট্রফিতে তিনি ২২০-এর বেশি রান করেছেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন। শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে কোহলিই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে ব্যাটিংয়ে নেতৃত্ব দেবেন।

উইলিয়ামসন এই প্রসঙ্গে বলেন, 'এতে কোনও সন্দেহ নেই যে বিরাট ফের দুর্দান্ত ফেলবেন। এমন খেলা ও প্রায় প্রতিটি আইপিএল মরশুমেই খেলছে। ও আরসিবির হয়ে ট্রফি জয়ের জন্য মরিয়া। আমি নিশ্চিত যে ও এই মরশুমেও দুর্দান্ত খেলা দর্শকদের উপহার দেবে।'

আরও পড়ুন- TATA IPL ফ্যান পার্ক ২০২৫: ৫০টি শহরে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে মরিয়া বিসিসিআই!

Advertisment

উইলিয়ামসন আরও বলেন, 'খেলোয়াড়দের কেরিয়ারের বিভিন্ন পর্যায়ে ব্যাটিং শৈলীর পরিবর্তন ঘটে। কোহলি অনেক বছর ধরে খেলছেন। তাঁর ব্যাটিং স্টাইলেরও তাই পরিবর্তন ঘটেছে। কিন্তু, কোহলির রান করার খিদে,  খেলার উৎসাহ একফোঁটাও কমেনি।'

মজার ব্যাপার হল, ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে RCB একাদশের অংশ ছিলেন কোহলি। দীর্ঘ ১৭ বছর পর আবারও তিনি KKR-এর বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন। তা-ও সেই আরসিবি দলের হয়েই। তবে, সেবার তিনি খেলেছিলেন বেঙ্গালুরুতে। এবার খেলবেন কলকাতার ইডেন গার্ডেনসে। 

সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি দুর্দান্ত খেললেও তিনি কিন্তু, কোনও ম্যাচে ওপেন করেননি। কিন্তু, ৩৬ বছর বয়সি এই কিংবদন্তি ব্যাটারকে আইপিএলে আরসিবির হয়ে ওপেন করতে দেখা যায়। এবারের আইপিএলেও তিনি RCB-র হয়ে ব্যাটিং ওপেন করবেন। গত মরশুমে ১৫ ইনিংসে ৭৪১ রান করেছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। শুধু তাই নয়, তিনি ১৫টি ইনিংসে অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন। এবারও তাঁর থেকে সেই দুর্দান্ত পারফরম্যান্সই বেরিয়ে আসবে। এমনটাই আশা, অনুরাগী থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, সকলেরই।

cricket KKR Indian Premier League (IPL) IPL RCB