বিশ্বকাপের ব্য়র্থতা কাটিয়ে ফের জয়ের রাস্তায় বিরাট কোহলির ভারত। মার্কিন মুলুকে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ পকেটে পুরেছে তারা। তিন ম্য়াচের সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে রবি শাস্ত্রীর শিষ্য়রা। গত শনিবার প্রথম ম্য়াচে ৪ উইকেটে জয় ছিনিয়ে আনার পর রবিবারও ভারত বৃষ্টি বিঘ্নিত ম্য়াচে ডিএলএস নিয়মে ২২ রানে জয়ী হয়েছে। ফ্লোরিডার লডারহিলেই ব্য়াক-টু-ব্য়াক দু'টি ম্য়াচ খেলেছে ভারত। আগামী মঙ্গলবার সিরিজের শেষ ও তৃতীয় ম্য়াচ হবে গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।
এই সিরিজে একাধিক তরুণ মুখ সুযোগ পেয়েছে দলে। কিন্তু এখনও রিজার্ভে রয়েছেন শ্রেয়াস আয়ার, তুতো ভাই দীপক ও রাহুল চাহার। সিরিজ ছিনিয়ে নিয়েছে ভারত। ফলে শেষ ম্য়াচে এই ক্রিকেটারদের দেখা যেতেই পারে। অন্তত এমনটাই ইঙ্গিত বিরাট কোহলির। তিনি বলছেন, "জেতাই আমাদের কাছে লক্ষ্য়। কিন্তু সিরিজ জেতার ফলে নতুনদের একটা সুযোগ তৈরি হয়ে গিয়েছে। জেতার কথাই সবার আগে আমাদের মাথায় আসে। প্রথম দু'টো ম্য়াচ জিতে সেই মঞ্চটা তৈরি হয়ে গিয়েছে।
আরও পড়ুন: রোহিত আর বৃষ্টির দাপটে সিরিজ ভারতের
ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াডে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ক্রুনাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার এবং নবদীপ সাইনি রয়েছেন। সুযোগ পেয়েছেন মণীশ, নবদীপ, ওয়াশিংটন, খালিলরা। এখনও পর্যন্ত মাঠে নামেননি শ্রেয়স, দীপক ও রাহুল। অন্য়দিকে পরপর দু'ম্য়াচে ফ্লপ করেছেন ঋষভ পন্থ। ৪ ও ০ রান করেছেন তিনি। টিম ম্য়ানেজমেন্ট যদি শেষ ম্য়াচে পন্থকে না-খেলায়, সেক্ষেত্রে বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা রাহুল সুযোগ পেতে পারেন। কারণ উইকেটকিপিংটাও তিনি করে দিতে পারেন।