Advertisment

তিন সিমার খেলাতে পারেন, ইঙ্গিত কোহলির

ঘটনাচক্রে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজেই কোহলিরা একটি টেস্টে তিন পেসারে দল সাজিয়েছিলেন। সেই সিরিজের বিষয়ে বলতে গিয়ে কোহলি জানান, রাঁচি টেস্টে কণ্ডিশনের কথা মাথায় রেখে ইশান্তকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

বিরাটের গলায় তিন পেসার খেলানোর ছক (বিসিসিআই টুইটার)

টি২০ সিরিজের সময় বিশ্রামে ছিলেন। জাতীয় দলে ফিরতেই অধিনায়কত্বের ভার সামলাতে হবে বিরাট কোহলিকে। বৃহস্পতিবারেই বাংলাদেশের বিরুদ্ধে ইন্দোরে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। সেই ম্যাচেই তিন পেসারে প্রথম একাদশ সাজানোর ইঙ্গিত দিলেন কোহলি।

Advertisment

বুধবার সাংবাদিক সম্মেলনে কোহলি জানিয়ে দিলেন, "পিচের কণ্ডিশন দেখে তিন পেসার খেলানো একটা অপশন হতে পারে। কারণ উমেশের দুরন্ত ছন্দে বোলিং। পাশাপাশি শামিও ব্রিলিয়ান্ট। বুমরা এখনও ফিট নয়। শেষ দু-বছর যদি পর্যালোচনা করা হয়, তাহলে ইশান্ত আবার ধারাবাহিকতার শীর্ষে। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিককালে আমাদের সাফল্যের অন্যতম কারণ হল ইশান্তের নির্দিষ্ট এরিয়ায় ক্রমাগত বল রেখে যাওয়ার সক্ষমতা। এতে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা চাপে পড়ে যায়। অন্য বোলারদের ক্ষেত্রে তখন উইকেট তোলা অনেকটাই সহজ হয়ে যায়।"

আরও পড়ুন: India Vs Bangladesh 1st test: কোথায়, কখন দেখবেন ম্যাচ

সেই সঙ্গে ইশান্তের বোলিং নিয়ে কোহলি আরও জানিয়েছেন, "দারুণ স্পেলের মাঝে ও প্রতিপক্ষের ইনিংসের ৪-৫ উইকেট তুলে নিয়েছে, এমন দৃষ্টান্তও রয়েছে।"

ঘটনাচক্রে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজেই কোহলিরা একটি টেস্টে তিন পেসারে দল সাজিয়েছিলেন। সেই সিরিজের বিষয়ে বলতে গিয়ে কোহলি জানান, রাঁচি টেস্টে কণ্ডিশনের কথা মাথায় রেখে ইশান্তকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: রেকর্ডের সামনে কোহলি-মুশফিকুর, মাইলস্টোনের গন্ধ মাখা ভারত-বাংলাদেশ সিরিজ

দক্ষিণ আফ্রিকা সিরিজে পুণে টেস্টে ইশান্ত, শামি এবং উমেশকে একসঙ্গে প্রথম একাদশে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দুই স্পিনার জাদেজা এবং অশ্বিন - দুজনেই তিনটে করে টেস্টে খেলেছিলেন। ইশান্তকে ইন্দোর টেস্টে প্রথম একাদশে রাখার বার্তা দিয়ে কোহলি বলেছেন, "ইশান্তের অভিজ্ঞতা সবসময়ই দলের পক্ষে মূল্যবান। আমাদের মধ্যে যোগাযোগও খুব স্বচ্ছ। কারণ, অনুর্ধ্ব-১৬ পর্যায় থেকে আমরা ক্রিকেট খেলছি। ওকে যখন কিছু বলি, আমার বক্তব্য সুস্পষ্টভাবে বুঝতে পারে ও।"

Read the full article in ENGLISH

cricket Virat Kohli Bangladesh
Advertisment