Advertisment

প্রথম টেস্টে বাদ পড়ছেন কেকেআরের তারকা, ইঙ্গিত দিলেন কোহলি

রোহিত শর্মা চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে গিয়েছেন। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিং পার্টনার শুবমান গিল নাকি পৃথ্বী শ, কে হবেন?

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

বিরাটের টিম ইন্ডিয়া (টুইটার)

শুক্রবারেই ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। সেই টেস্টের একাদশ কী হতে চলেছে, তার ইঙ্গিত দিয়ে রাখলেন বিরাট কোহলি। ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগেই কোহলি জানিয়ে দিলেন, প্রথম টেস্টের দল কী হতে চলেছে।

Advertisment

রোহিত শর্মা চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে গিয়েছেন। টেস্টে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে শুবমান গিল নাকি পৃথ্বী শ, কাকে কোহলি প্রথম একাদশে রাখেন, তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। তবে কোহলির ইঙ্গিতে স্পষ্ট মায়াঙ্কের সঙ্গে নির্বাসন কাটিয়ে ফিরে আসা পৃথ্বী শ-কেই প্রথম টেস্টে ওপেনিংয়ে দেখা যাবে। রিজার্ভেই বসতে হবে কেকেআরের তারকাকে।

কোহলি সাংবাদিক সম্মেলনে বলেন, "পৃথ্বী একজন প্রতিভা সম্পন্ন ক্রিকেটার। নিজস্ব খেলাটাই ও মেলে ধরুক। নিজেক স্বভাবজাত ক্রিকেট খেলুক ও, এটাই আমরা চাই। মরিয়া হয়ে পারফর্ম করুক এটা মোটেই চাই না। কারণ, ওরা মোটেই দলের বোঝা নয়।"

Shubman Gill টেস্ট দলে অপেক্ষা বাড়চে শুবমানের (টুইটার)

আরও পড়ুন কোহলির গলায় অবসরের সুর! জানিয়ে দিলেন আর ক-বছর খেলবেন

ওপেনিংয়ের পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টেও ইশান্ত শর্মাকে খেলানোর কথা বলছেন তিনি। কোহলি বলেছেন, "গোড়ালিতে চোট পাওয়ার আগে দারুণ ছন্দে ছিল। বর্তমানে ও ছন্দ খুঁজে পেয়েছে। নিউজিল্যান্ডে আগে খেলারও অভিজ্ঞতা রয়েছে। তাই ওঁর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। দারুণ পেসে ওকে বল করতে দেখে ভাল লাগছে।"

পেস সহায়ক পিচে জোড়া স্পিনার কথা ভাবছেন না। তা-ও জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক। ক্যাপ্টেন বিরাটের যুক্তি, "যদি এটা জোহানেসবার্গের পিচ হত, তাহলে চার পেসারে খেলার সম্ভবনা থাকত। তবে আমাদের বোলারদের যা স্কিল রয়েছে, তিন পেসারই প্রতিপক্ষকে আউট করার পক্ষে যথেষ্ট।"

আরও পড়ুন প্রচণ্ড ভিড়ে চিড়ে-চ্যাপ্টা ধোনি, বাঁচালেন মহিলা! রইল ভাইরাল ভিডিও

পাশাপাশি, কোহলির সংযোজন, "তবে দলে একজন বিশ্বমানের স্পিনারের প্রয়োজন, যে যে কোনও পিচে উইকেট তুলতে সক্ষম। আমাদের সঠিক কম্বিনেশন বাছাই করতে হবে। হোম টিম হিসেবে নিউজিল্য়ান্ডের ফর্মুলা কপি করলে চলবে না। ভারসাম্যযুক্ত দল গঠন করতে হবে।"

ভারতের বোলাররা যেধরনের পারফরম্যান্স সম্প্রতি মেলে ধরেছে, তাতে প্রশংনীয়। কোহলিও নিয়ম করে বোলারদের প্রশংসা করছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামার আগেও সেই নিয়মের ব্র্যাতয় ঘটালেন না তিনি, "শেষবার যে দল এসেছিল, সেই দলের তুলনায় আমাদের বোলিং বিভাগের গভীরতা অনেক বেশি। তাই শেষ আড়াই বছরে অন্যান্য দলগুলিকে এত বেশিবার আমরা অলআউট করতে সক্ষম হয়েছি। সেই ট্রেন্ড নিউজিল্যান্ডেও বজায় রাখতে চাই।"

Read the full article in ENGLISH

Virat Kohli New Zealand
Advertisment