Advertisment

Virat Kohli fined: কাঁধে ধাক্কা দিয়ে হাতাহাতির চেষ্টা, তবু নির্বাসন নয় কোহলিকে! বড় সিদ্ধান্ত নিল ICC

Boxing Day Test: মেলবোর্ন টেস্টে মহা বিতর্ক বাঁধিয়ে দিয়েছেন কোহলি। ১৯ বছরের অভিষেককারী স্যাম কনস্টাসের সঙ্গে শারীরিক সংস্পর্শ ঘটিয়ে। শাস্তি দিল আইসিসিও।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Kohli vs konstas

Kohli vs konstas: কনস্টাসের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন কোহলি (চ্যানেল ৭, স্ক্রিনগ্র্যাব)

Virat Kohli fined for barging shoulder with Sam Konstas: নির্বাসনের খাড়া নয়। কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেই ক্ষান্ত হল আইসিসি। মেলবোর্ন টেস্টের প্ৰথম দিন অজি অভিষেককারী ব্যাটার স্যাম কনস্টাসের কাঁধে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন কোহলি। ১০ ওভারের শেষে ঘটে অনিচ্ছাকৃত সেই ঘটনা।

Advertisment

আইসিসির প্রেস বিবৃতিতে সেই ঘটনার প্রেক্ষিতে লেখা হল, কোহলি ব্যাটার স্যাম কনস্টাসের দিকে এগিয়ে গিয়ে অবজ্ঞার সঙ্গে কাঁধে কাঁধে সংস্পর্শ ঘটান। এই ঘটনায় আইসিসির ২.১২ ধারা লঙ্ঘিত হয়েছে। যা ক্রিকেটারদের আচরণবিধি সংক্রান্ত। যে নিয়মে স্পষ্ট বলা হয়েছে, ক্রিকেটে যেকোনও ধরনের অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ নিষিদ্ধ। এর মধ্যে বেশ কয়েকটি বিষয় ব্যতিক্রম রয়েছে।

আরও পড়ুন: কাঁধে ধাক্কা দিয়ে কী বলেছিলেন কোহলি! আউট হয়েই মুখ খুললেন কনস্টাস, রুদ্ধশ্বাস বিতর্ক

তবে যদি কোনও খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে, বেপরোয়াভাবে অন্য কোনো ক্রিকেটার বা আম্পায়ারের সঙ্গে হেঁটে বা দৌড়ে ধাক্কা দেয় বা কাঁধে আঘাত করে, তবে তারা এই নিয়ম লঙ্ঘন করেছে এমনটা ধরা হবে।

Advertisment

কেন কোহলির জরিমানা হল, নির্বাসন নয় কেন? আইসিসির ব্যাখ্যা কোহলি লেভেল-১ পর্যায়ভুক্ত অপরাধ করেছেন। যেখানে শাস্তি হিসেবে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ভাগ্যে তিরস্কার সহ নূন্যতম ১০ শতাংশ জরিমানা অথবা সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা অথবা এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে।

২৪ মাসের মধ্যে কোনও ক্রিকেটারের খাতায় চার বা ততোধিক ডিমেরিট পয়েন্ট যুক্ত হল না পরবর্তিত হয়ে যায় সাসপেনশন পয়েন্টে। তখন সেই ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একটি টেস্ট, অথবা দুটো টি২০/দুটো ওয়ানডে ম্যাচে বাইরে বসতে হয়। ঘটনা হল, গত ২৪ মাসে এটাই কোহলির একমাত্র ডিমেরিট পয়েন্ট। তাই এই নির্বাসনে পাঠানো হয়নি।

আইসিসি জানিয়েছে, কোহলি নিজের ভুল স্বীকার করেছেন। এবং রেফারি এন্ডি পাইক্রফট-এর শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানি হয়নি।

স্যাম কনস্টাস নিজেও এই ঘটনা বেশি বাড়তে দিতে রাজি হননি। লাঞ্চ ব্রেকে সম্প্রচারকারী চ্যানেল নাইন-এর সঙ্গে কথা বলেছেন কনস্টাস। সাংবাদিক ট্রেভ কপ্ল্যান্ড জিজ্ঞাসা করেছিলেন, "বিরাট কোহলি তো আপনার প্রিয় খেলোয়াড়। হঠাৎ করেই তুমি মাঠে উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়লে। কোহলি কাঁধে ধাক্কা দিল। তখন সেখানে কী কথোপকথন চলছিল?"

কনস্টাসের পরিণত জবাব, "আমাদের দুজনকেই আবেগ গ্রাস করেছিল। আমি বুঝতে পারিনি। আমি যথারীতি গ্লাভস খুলছিলাম। তারপরেই হঠাৎ কাঁধে ধাক্কা। তবে এটা ক্রিকেটে হয়েই থাকে।"

Cricket Australia Australia Team India Team-India Border-Gavaskar Trophy Virat Kohli Indian Cricket Team Team India ICC Australia Cricket Team
Advertisment