জুয়াতে নাম জড়াল কোহলির, আইনি ঝামেলায় এবার মহাতারকা

হাইকোর্টের নোটিশ পাঠানো হল বিরাট কোহলিকে। অনলাইন রামি গেমস প্রমোট করার জন্য তারকা ক্রিকেটারকে এমন নোটিশ পাঠানো হয়েছে।

হাইকোর্টের নোটিশ পাঠানো হল বিরাট কোহলিকে। অনলাইন রামি গেমস প্রমোট করার জন্য তারকা ক্রিকেটারকে এমন নোটিশ পাঠানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update

ব্র্যান্ড আম্বাসাডর হিসাবে অনলাইন রামি খেলতে দর্শকদের উৎসাহ দিচ্ছিলেন। সেই কারণে এবার কেরালা হাইকোর্টের পক্ষ থেকে নোটিশ দেওয়া হল বিরাট কোহলিকে।

Advertisment

অনলাইন রামি গেমস কীভাবে আটকানো যায়, এই বিষয়ে একটি পিটিশনের শুনানিতে কোহলি সহ আরো বেশ কিছু সেলেবের নাম উঠে আসে। তারপরেই কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি মণিকুমার, বিচারপতি অনিল কে নরেন্দ্রন কোহলি এবং অন্যান্য সেলেবদের নোটিশ পাঠান।

আরো পড়ুন: অমিত-সাক্ষাতের আগেই অসুস্থ মহারাজ, খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রিশূরের এক বাসিন্দা পাওলি ভাদাক্কান জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আদালতে। তিনি বলেছেন, "অনলাইন রামি গেমস দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আইনগতভাবে বন্ধ করতে হবে। অন্যান্য রাজ্যেও এটা হয়েছে। কেরালার আইনটি ১৯৬০ সালের। তবে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে যদিও অনলাইন রামির উল্লেখ নেই। তারকারা ব্র্যান্ড আম্বাসাডর হিসাবে জনসাধারণকে অনলাইন রামি খেলতে আকর্ষণ করেন। তারপরেই সবাই এই গেমসে অংশ নেয়। অনলাইন রামি জুয়ার সীমাবদ্ধ রূপ।"

Advertisment

জানা গিয়েছে বিরাট কোহলি ছাড়া অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং অজু ভার্গিসকে একইভাবে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli highcourt