সদ্যপ্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতের জয়জয়কার। সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে যে, ক্রমতালিকা প্রকাশ করেছে সেখানে ব্যাটসম্যানদের মধ্যে প্রথম পাঁচে রয়েছেন তিন ভারতীয়। বোলারদের মগডালেও সেই টিম ইন্ডিয়ার সদস্য়।
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি (৮৮৪ পয়েন্ট) এশিয়া কাপ থেকে বিরত থাকা সত্বেও ওয়ান-ডে র্যাঙ্কিংয়ে এক নম্বর আসনটা ধরে রেখেছেন। অন্যদিকে বোলারদের মধ্যেও শীর্ষস্থানে আছেন যশপ্রীত বুমরা। ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা (৮৪২ পয়েন্ট)। তিনে জো রুট (ইংল্যান্ড/৮১৮ পয়েন্ট) চারে ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া/৮০৩)। ৮০২ পয়েন্টের সুবাদে শিখর ধাওয়ান আছেন পাঁচ নম্বরে।
আরও পড়ুন: আইসিসি টেস্ট র্যাঙ্কিং: দু নম্বরেই কোহলি, পাঁচে নামলেন অশ্বিন
বোলারদের তালিকাতে বুমরা ছাড়াও প্রথম পাঁচে রয়েছেন দেশের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ৭০০ পয়েন্টের সুবাদে তিন নম্বরে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে ৭৮৮ পয়েন্ট নিয়ে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। চারে ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড/ ৬৯৯) ও পাঁচে জোশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া/ ৬৯৬)।
দলীয় ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে ইংল্যান্ড। তাঁদের ঝুলিতে ১২৭ পয়েন্ট। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইন্ডিয়া (১২২)। তিন, চার ও পাঁচ নম্বরে যথাক্রমে নিউজিল্যান্ড (১১২), দক্ষিণ আফ্রিকা (১১০) ও পাকিস্তান (১০১)।
গত শুক্রবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের ২৪ তম টেস্ট সেঞ্চুরিটা করেছেন ক্রিকেটর দীর্ঘতম ফর্ম্য়াটের এক নম্বর ব্যাটসম্যান কোহলি। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের পর কোহলিই দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৪টি টেস্ট শতরান করলেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দ্বিতীয়। ক্রিকেটের যুগপুরুষ ডন ২৪টি টেস্ট সেঞ্চুরি করতে ৬৬ ইনিংস নিয়েছিলেন। কোহলির লাগল ১২৩টি ইনিংস। ‘বাইশ গজের ঈশ্বর’ শচীন তেন্ডুলকর ২৪টি টেস্ট সেঞ্চুরি করতে নিয়েছিলেন ১২৫টি ইনিংস। অন্যদিকে লিটল মাস্টার সুনীল গাভাস্কর এই ল্যান্ডমার্ক স্পর্শ করেছিলেন ১২৮টি ইনিংসে।একইসঙ্গে ২৯ বছরের ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করে ফেলেছিলেন। চলতি বছর ১০টি টেস্ট খেলেছেন তিনি। এটি তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ক্যালেন্ডার বর্ষে ১০০৩ টেস্ট রান হয়ে গেল এই শতরানের সুবাদে।