ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। আর যার প্রতিফলন ঘটল আইসিসি-র সদ্য় প্রকাশিত টি-২০ র্যাঙ্কিংয়ে। পাঁচ ধাপ এগিয়ে ব্য়াটসম্য়ানদের তালিকায় প্রথম প্রথম দশে চলে এলেন ভারত অধিনায়ক। কেএল রাহুলও র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে চলে এলেন ছ' নম্বরে।
কোহলি তিন ম্য়াচ মিলিয়ে ১৯০.৬২-এর স্ট্রাইক রেটে ১৮৩ রান করেছেন। হয়েছেন সিরিজের সেরা ক্রিকেটারও। সিরিজের প্রথম ম্য়াচে হায়দরাবাদে তাঁর ব্য়াট থেকে এসেছিল কেরিয়ারের সেরা ইনিংস (৫০ বলে ৯৪)। কোহলির ব্য়াটে ভর করেই ভারত উইন্ডিজের ২০৭ রান তাড়া করে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল।
আরও পড়ুন- ভিডিও: বিয়ের দ্বিতীয় জন্মদিনে ওয়াংখেড়ে দেখল প্রেমিক কোহলিকে
গত বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারত সিরিজের নির্ণায়ক ম্য়াচ খেলতে নেমেছিল। কোহলি তাঁর কেরিয়ারের দ্রুততম টি-২০ ইনিংসের (২৯ বলে ৭০) সৌজন্য়ে ভারতকে রানের পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। ২০ ওভারে ভারত তিন উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছিল কোহলি অ্যান্ড কোং। জবাবে উইন্ডিজ নির্ধারিত ওভারে ১৭৩/৮ শেষ হয়ে যায়। বিরাটের দল ৬৭ রানে জিতে সিরিজ ২-১ ছিনিয়ে নেয়। এই ম্য়াচে রাহুল ৫৬ বলে ৯১ রান করেন। এই পারফরম্য়ান্সের সুবাদেই রাহুল র্যাঙ্কিংয়ে এগিয়েছেন।
আপাতত বিরাটদের তিন দিনের বিরতি। তারপর শুরু তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ। আগামী রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলি অ্যান্ড কোং চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ম্য়াচ খেলবে দুই দেশ। ইতিমধ্যেই কোহলিরা চেন্নাই পৌঁছে গিয়েছে। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের সঙ্গে টিম বাসে সেলফি তুলে টুইটারে শেয়ার করলেন তিনি।