চলতি বছরেই টি২০ বিশ্বকাপ। এখন থেকেই ঘর গুছোতে নামছেন কোহলি। দলের রণকৌশল ঠিক করছেন তিনি প্রতি ম্য়াচেই। পাখির চোখ বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে কোহলির লুকনো তাস থাকছেন কেকেআরের এক পেসার। এমনটাই জানাচ্ছেন তিনি। প্রসিধ কৃষ্ণ।
আন্তর্জাতিক মহলে সেরকমভাবে পরিচিত মুখ না হলেও কর্ণাটকী বোলার কেকেআর স্কোয়াডের অংশ। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। এহেন কেকেআর পেসারকে ঘিরেই কাপ জয়ের স্বপ্ন দেখছেন কোহলি। জানিয়ে দিলেন দলনেতা নিজেই।
ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পরে কোহলি ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, "আমাদের দেখতে হবে যে সমস্ত বোলারদের স্কিল মূলত একই প্রকার, তাঁদের মধ্যে থেকে অভিজ্ঞতমকে বাছাই করতে হবে। অস্ট্রেলিয়ায় একজন বোলার সারপ্রাইজ প্যাকেজ হিসেবে থাকতে পারে। এমন একজন পেসার যার কাছে পেসের পাশাপাশি বাউন্সও রয়েছে।"
কেকেআর তারকা প্রসিধ কৃষ্ণ (আইপিএল ওয়েবসাইট)
কে সেই বোলার, তা খোলসা করতে গিয়ে কোহলি আরও বলেন, "প্রসিধ কৃষ্ণ ঘরোয়া ক্রিকেটে দারুণ বোলিং করছে। তিন ফর্ম্যাট মিলিয়ে এত বোলারদের পুল থাকা দুরন্ত এক ব্যাপার। বিশ্বকাপের কথা ভাবলে, আমাদের বোলিংয়ে একাধিক অপশন থাকছে।"
ইন্দোরে তরুণ পেসাররাই ভারত অধিনায়কের মুখে হাসি ফোটালেন। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন কোহলি। জসপ্রীত বুমরার প্রত্যাবর্তন-ম্যাচ ছিল ইন্দোরে। সেখানে তিনি প্রথম ম্যাচে মন্দের ভাল হলেও, দুরন্ত বোলিংয়ের নমুনা রেখেছেন শার্দুল ঠাকুর ও নভদীপ সাইনি। শার্দুল ও নভদীপ দু-জনেই ২জনকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন। ম্যাচের সেরাও হয়েছেন নভদীপ। গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তোলার কারণে।
সাইনির পেস-বাউন্স এবং ডেথ ওভারে ইয়র্কার দেওয়ার ক্ষমতা নজর কেড়েছে। সেকথা জানিয়ে নভদীপের প্রশংসায় পঞ্চমুখ কোহলি, "নভদীপ ওয়ানডের সার্কিটেও চলে এসেছে। টি২০ ক্রিকেটে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ও। ওকে যদি খোলা মনে খেলতে দেওয়া হয়, তাহলে বলে আরও গতি ছোটাতে পারে। যেমনটা আজ করেছে। পেসের পাশাপাশি ইয়র্কার ও বাউন্স দিতে দেখতে ভাল লাগছে। এটা দলের পক্ষেও ভাল।"
বুমরার বিষয়ে কোহলি জানিয়েছেন, "ওকে দলে ফিরে পেয়ে ভাল লাগছে। নিজের পেসে বল করেছে এদিন।"