Advertisment

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে 'নন-স্টপ' বিরাটকে বিশ্রামের ভাবনা

আগামী মাসে ভারত সফরে আসছে বাংলাদেশ। শাকিব আল হাসানদের বিরুদ্ধে তিনটি টি-২০ ও দু’টি টেস্ট খেলবে ভারত। টি-২০ সিরিজে সম্ভবত বিশ্রামে যেতে পারেন বিরাট কোহলি। এমনটাই খবর সংবাদসংস্থার।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli could be rested from T20I series against Bangladesh

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে 'নন-স্টপ' বিরাটকে বিশ্রামের ভাবনা

আগামী মাসে ভারত সফরে আসছে বাংলাদেশ। শাকিব আল হাসানদের বিরুদ্ধে তিনটি টি-২০ ও দু’টি টেস্ট খেলবে ভারত। টি-২০ সিরিজে সম্ভবত বিশ্রামে যেতে পারেন বিরাট কোহলি। এমনটাই খবর সংবাদসংস্থার।

Advertisment

দেখতে গেলে ভারত অধিনায়ক 'নন-স্টপ' ক্রিকেট খেলেই যাচ্ছেন। গত অক্টোবর থেকে দেশের জার্সিতে ৫৬টি ম্য়াচের মধ্য়ে ৪৮টি ম্য়াচ খেলেছেন তিনি। ফলে বিরাটকে বিশ্রাম দিতে চাইছে বোর্ড।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, জোড়া ক্রিকেটার ফিরলেন তিন বছর পর

আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ সিরিজের জন্য় দল বেছে নেবেন জাতীয় দলের নির্বাচকরা। মনে করা হচ্ছে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে কোহলিকে বাদ দিয়েই দল বেছে নেবে এমএসকে প্রসাদ অ্যান্ড কোং।

বোর্ডের এক সূত্রের খবর, "ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট প্রোগ্রামের কথা মাথায় রেখেই বিরাটকে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলেই কোহলির সঙ্গে নির্বাচকরা এ বিষয়ে কথা বলবেন। যদিও বিষয়টা বিরাটের ওপরেই নির্ভর করছে। একমাত্র ওই সবথেকে ভাল বলতে পারবে ওর শরীরের কী অবস্থা। ও চাইলে নিজে নির্বাচকদের সঙ্গে কথা বলতে পারে।"

দেখে নেওয়া যাক ভারত-বাংলাদেশের কবে আর কোথায় কোথায় ম্য়াচ

তিন ম্যাচের টি-২০ সিরিজ

৩ নভেম্বর (রবিবার):  প্রথম টি-২০, দিল্লি, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম

৭ নভেম্বর (বৃহস্পতিবার): দ্বিতীয় টি-২০, রাজকোট, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম

১০ নভেম্বর (রবিবার): তৃতীয় টি-২০, নাগপুর, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম

দু’ম্য়াচের টেস্ট সিরিজ

১৪ নভেম্বর (বৃহস্পতিবার): প্রথম টেস্ট, ইন্দোর, হোলকার স্টেডিয়াম

২২ নভেম্বর (শুক্রবার): দ্বিতীয় টেস্ট, কলকাতা, ইডেন গার্ডেন্স

বাংলাদেশ ফিরে যাওয়ার পর ভারতে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্য়াচের টি-২০ ও ওয়ান-ডে সিরিজ খেলবে দুই দল।

আরও পড়ুন: ভারত সফরের আগে পেসারদের ফিটনেস নিয়ে চিন্তায় বাংলাদেশের প্রধান নির্বাচক

India Bangladesh Virat Kohli
Advertisment