/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/Virat-Kohli-meets-Roger-Federer.jpg)
রাজা রজারের সঙ্গে দেথা করলেন কিং কোহলি (ছবি-কোহলির টুইটার)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক একটা সফর শেষ করেছেন বিরাট কোহলি অ্যান্ড কোং। প্রথমে টেস্ট সিরিজ ও তারপর ওয়ান-ডে সিরিজ ছিনিয়ে নিয়েছে তাঁর টিম। শুক্রবার মেলবোর্নে দুরন্ত জয়ের পর শনিবার কোহলি সময় কাটালেন অস্ট্রেলিয়ান ওপেনে।
What a day at the Australian open. ❤???????????? An amazing way to finish the Australian summer. Forever grateful????????❤#ausopenpic.twitter.com/fqOiekjH3F
— Virat Kohli (@imVkohli) January 19, 2019
স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট দেখতে হাজির ছিলেন সস্ত্রীক ভারত অধিনায়ক। আর এখানে এসেই বিরাট সময় কাটালেন এই খেলার রাজা রজার ফেডেরারের সঙ্গে। ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর সঙ্গে ছবি তুলে টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কোহলি ছবি পোস্ট করে লিখলেন, “দুর্দান্ত একটা দিন কাটালাম অস্ট্রেলিয়ান ওপেনে। এই দেশে অসাধারণ কাটল গ্রীষ্মটা। যার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব।” শুধু বিরাটই নন, এবছর চলতি অস্ট্রেলিয়া ওপেন দেখতে এসেছিলেন রোহিত শর্মা, দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর ও ভারতীয় দলের ট্রেনার শঙ্কর বসুও। রোহিতই সেই ছবি টুইট করেছিলেন।
আরও পড়ুন: ধোনি আমাকে শান্ত করে, ‘চাহাল টিভি’-তে বললেন কোহলি
#AusOpen ✌????@AustralianOpenpic.twitter.com/GNuqGhnQAz
— Rohit Sharma (@ImRo45) January 16, 2019
কিংবদন্তি ফেডেরার অংশ নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে। এই টুর্নামেন্টের শেষ ১৬-য় পৌঁছে গিয়েছেন বিশ্বের তিন নম্বর টেনিস খেলোয়াড় ও সুইজারল্যান্ডের বছর সাঁইত্রিশের খেলোয়াড়। ২০১৫ সালে বিরুষ্কা গিয়েছিলেন উইম্বলডন দেখতে। তখন বিরাটদের পাশে ছিলেন মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর। সচিনের সঙ্গে যদিও ফেডেরারের সম্পর্কটা বন্ধুর মতোই।