Advertisment

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া রেকর্ডের হাতছানি কোহলির সামনে

দীর্ঘ ইংল্যান্ড সফরের পর বিসিসিআই বিশ্রাম দিয়েছিল বিরাট কোহলিকে। সদ্যসমাপ্ত এশিয়া কাপে খেলেননি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ভারত। বিরতির পর ফিরে এলেন কোহলি। ফের জাতীয় দলের দায়িত্বে তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
লারাকে টপকে দ্রুততম ১৮০০০ কোহলির

জোড়া রেকর্ডের হাতছানি বিরাট কোহলির সামনে

দীর্ঘ ইংল্যান্ড সফরের পর বিসিসিআই বিশ্রাম দিয়েছিল বিরাট কোহলিকে। সদ্যসমাপ্ত এশিয়া কাপে খেলেননি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ভারত। বিরতির পর ফিরে এলেন কোহলি। ফের জাতীয় দলের দায়িত্বে তিনি।

Advertisment

আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে নামবে বিরাট অ্যান্ড কোং। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন বিরাট। এই সিরিজে ভারতের বিরুদ্ধে দু’টি টেস্ট পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে এটাই বিরাটদের ড্রেস রিহার্সাল।

আরও পড়ুন: লারাকে টপকে দ্রুততম ১৮০০০ কোহলির

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলির সামনে জোড়া রেকর্ডের হাতছানি। বিশ্বের এক নম্বর টেস্ট দলের এক নম্বর ব্যাটসম্যানের আর প্রয়োজন ৭৯ রান। তাহলেই ঘরের মাটিতে ৩০০০ টেস্ট রান পূর্ণ করে ফেলবেন কোহলি। একাদশতম ভারতীয় ব্যাটসম্যাম হিসেবে এই নজির গড়বেন তিনি। ঘটনাচক্রে অনান্য টেস্ট খেলিয়ে দেশের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাটের ব্যাটিং গড় (৩৮.৬১) খারাপ। কিন্তু একটি ডাবল সেঞ্চুরি রয়েছে তাঁর। এই টেস্টেই বিরাটের সামনে আরও একটা নজির গড়ার সুযোগ রয়েছে। বিরাটের ব্যাট থেকে যদি ৩৭টি রানও আসে তাহলে তিনি প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে ছাপিয়ে যাবেন। ইন্ডিজের বিরুদ্ধে আজহারউদ্দিনের ঝুলিতে রয়েছে ৫৩৯ রান। কোহলির সংগ্রহে  ৫০২। এর আগেই কোহলি ধোনিকে টপকে গিয়েছিলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে মাহির সংগ্রহে ছিল ৪৭৬ রান।

কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্করই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট রান করেছেন।  ২৭৪৬ রান রয়েছে তাঁর। দু’নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড় (১৯৭৮ রান)। তিনে ভিভিএস লক্ষ্মণ (১৭১৫ রান)। ১৯৪৮ থেকে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে টেস্ট খেলছে। ৯৪টি টেস্টে তারা ৩০ বার জিতেছে। ভারত জিতেছে ২৮ বার। ড্র হয়েছে ৪৬টি ম্যাচ।

Virat Kohli
Advertisment